অভিনেতা দেবের সিনেমা ভাবনায় তৈরি হচ্ছে এবারের পুজোর থিম!

ভারত সরকারের কাছে সিনেমা জগতের পক্ষ থেকে একটি খসরা পেশ করে জানানো হয়েছে, এই দীর্ঘ লকডাউনের জেরে সিনেমাহল গুলির প্রায় ৯০০০ কোটি টাকা লোকসান হয়েছে। ইতিমধ্যেই ৮৫টি দেশ সিনেমাহল গুলিকে পুনরায় খুলে দিয়েছে। ওই খসরায় সরকারের কাছে আবেদন করা হয়েছে যাতে দ্রুত সিনেমাহল গুলিকে খুলে সিনেমা জগতের সঙ্গে জড়িত একাধিক পেশার মানুষদের জীবিকার পথ নিশ্চিত করা হয়। হ্যাসট্যাগের সঙ্গে লেখা হয়েছে, “আনলক সিনেমা, সেভ জব্স‌।”

 

নিজস্ব প্রতিবেদন: চলচ্চিত্র জগতের সঙ্গে জড়িত একাধিক পেশার মানুষের আর্থিক অবস্থা দীর্ঘ লকডাউনের কারণে শোচনীয়। আনলক পর্বে এবার সিনেমা হলগুলি খোলার জন্য ভারত সরকারের কাছে আবেদন করেছে চলচ্চিত্র ইন্ডাস্ট্রি। সেই আর্জির একটি খসড়া শেয়ার করেছেন টলিউডের তারকারা৷ পাশাপাশি অভিনেতা তথা সাংসদ দেবের পরবর্তী ছবির দ্বিতীয় টিজার মুক্তি পেয়েছে৷ কলকাতার হাজরা পার্কের এবারের পুজোর থিম দেবের পরবর্তী ছবি 'পাসোয়ার্ড'কে কেন্দ্র করেই গড়ে উঠছে মণ্ডপ।

পাসোয়ার্ড ছবির পোস্টার

লকডাউনের জেরে দীর্ঘ ৫ মাসেরও বেশি সময় ধরে বন্ধ সিনেমাহল। টলিউডের একাধিক ছবির কাজ আটকে গিয়েছে। বাংলা চলচ্চিত্র জগৎ পড়েছে সমূহ বিপাকে। কিন্তু আনলক পর্বে ধীরে ধীরে সমস্ত কিছুই নিউ নর্মাল নীতি মেনে স্বাভাবিক হচ্ছে। অথচ সিনেমাহল খোলা নিয়ে সরকার তরফে এখনও কিছু জানানো হয়নি। বলিউডের ক্ষেত্রে একাধিক ওটিটি প্লাটফর্ম রয়েছে, লকডাউনে সেখানে একাধিক ছবি মুক্তিও পেয়েছে। কিন্তু টলিউডের ক্ষেত্রে সেই ওটিটি প্লাটফর্মের সংখ্যা খুবই কম। কিছুদিন আগে এই নিয়ে অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় জানিয়েছিলেন, শীঘ্রই টলিউডেও একাধিক ওটিটি প্লাটফর্মের দরকার রয়েছে। লকডাউনের মধ্যে তাঁর একটি ছবি কিছুদিন আগেই টেলিভিশনে প্রিমিয়ার করা হয়।

ভারত সরকারের কাছে সিনেমা জগতের পক্ষ থেকে একটি খসড়া পেশ করে জানানো হয়েছে, এই দীর্ঘ লকডাউনের জেরে সিনেমাহল গুলির প্রায় ৯০০০ কোটি টাকা লোকসান হয়েছে। ইতিমধ্যেই ৮৫টি দেশ সিনেমাহলগুলি পুনরায় খুলে দিয়েছে। ওই খসড়ায় সরকারের কাছে আবেদন করা হয়েছে, যাতে দ্রুত সিনেমাহলগুলি খুলে সিনেমা জগতের সঙ্গে জড়িত একাধিক পেশার মানুষদের জীবিকার পথ নিশ্চিত করা হয়। হ্যাসট্যাগের সঙ্গে লেখা হয়েছে, ‘‘আনলক সিনেমা, সেভ জবস‌।’’

পাশাপাশি অভিনেতা দেবের পরবর্তী ছবি 'পাসোয়ার্ড' এর ২য় টিজার কলকাতার হাজরা পার্ক পুজো কমিটির মাঠে মুক্তি দেওয়া হল। ছবিটি পরিচালনা করেছেন কমলেশ্বর মুখোপাধ্যায়। ছবির কাহিনী মূলত সাইবার অপরাধের ওপর ভিত্তি করে নির্মিত। বর্তমানে মানুষ সোশ্যাল মিডিয়ায় বুঁদ হয়ে রয়েছেন। কাজ হোক কিংবা সময় কাটানো সোশ্যাল মিডিয়া ছাড়া এক প্রস্থ এদিক ওদিক করতে পারেন না মানুষ। আর এই সুযোগকেই কাজে লাগিয়ে কিছু অসাধু লোকজন জালিয়াতি করে বেরাচ্ছে। সাধারণ মানুষদের বোকা বানিয়ে ছক কষে হাতিয়ে নিচ্ছে টাকা, এমনকি এর ফলে খুন করতেও পিছপা হচ্ছে না ওই দুষ্কৃতিরা। এই বাস্তব অবস্থাকেই ছবিতে ফুটিয়ে তোলা হচ্ছে। আর এই ছবির কাহিনীকেই থিম হিসাবে এবারের দুর্গা পুজোর থিম করতে চলেছে হাজরা পার্ক দুর্গা পুজো কমিটি। তাই ওই পুজোর মাঠেই এই ছবির ২য় টিজার মুক্তি করে দর্শকদের মনে আরও উত্তেজনা বাড়িয়ে তুলল দেব এন্টারটেইনমেন্ট ভেঞ্চার্‌স। টিজার মুক্তির সময় সেখানে ছবির পরিচালক কমলেশ্বর ছাড়াও উপস্থিত ছিলেন প্রযোজক তথা অভিনেতা দেব, অভিনেত্রী রুক্মিণী মৈত্ররা। এই টিজার মুক্তির হাত ধরেই আবার যে সিনেমাহল খুলবে, আবার দর্শক সিনেমাহলে টিকিট কেটে ছবি দেখবেন, এই আশ্বাস পাওয়া যাচ্ছে। পাশাপাশি বাঙালির প্রাণের পুজোয় হাজরা পার্কের এই থিম মানুষকে সচেতন করার পাশাপাশি পুজোর আনন্দকে আরও বাড়িয়ে তুলবে এই জটিল সময়ের মধ্যেও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

1 × one =