পুজোয় ছুটি কমছে স্কুলে, কবে থেকে শুরু হবে পঠনপাঠন?

পুজোয় ছুটি কমছে স্কুলে, কবে থেকে শুরু হবে পঠনপাঠন?

কলকাতা: পড়ুয়াদের স্বার্থে এবার পুজোর ছুটিতে হবে কাটছাট৷ রাজ্যে সরকারি স্কুলগুলিতে সাধারণত দুর্গাপুজোর সময় একমাস ছুটি থাকে৷ পুজো থেকে শুরু করে একেবার ভাইফোঁটা টানা ছুটির রেওয়াজ বহুদিনর৷ কিন্তু, প্রাথমিক স্কুলগুলিতে এবার থেকে আর পুজোয় এভাবে টানা ছুটি দেওয়া হবে না৷ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে  আগামী বছরের বিস্তারিত ছুটির তালিকা প্রকাশ করা হয়েছে৷ তাতে দেখা গিয়েছে, দুর্গাপুজো থেকে শুরু হয়ে লক্ষ্মীপুজোর পরবর্তী দু’দিন পর্যন্ত প্রাথমিক স্কুলগুলিতে ছুটি থাকবে। আবার কালীপুজো থেকে শুরু হয়ে ভাইফোঁটার পরের দিন পর্যন্ত স্কুল বন্ধ থাকবে। এর মাঝের দিনগুলিতে চলবে পঠনপাঠন৷ 

আগামী শিক্ষাবর্ষ থেকে কমছে ছুটির দিনের সংখ্যাও৷ রবিবার বাদে মাত্র ১৫ দিন স্কুল বন্ধ থাকবে। এ প্রসঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের সভাপতি গৌতম পাল বলেন, “আমাদের গরমের ছুটি অনেকটাই বেশি থাকে। গরমের ছুটি কমালে ছোট বাচ্চাদের অসুবিধা হয়ে যাবে। এদিকে, মোট ছুটির দিনও ৬৫ রাখতে হয়। পুজোয় টানা ছুটি দিলে সেটা করা সম্ভব হবে না। পাশাপাশি, স্কুলে পড়ুয়াদের মিড-ডে মিলের ব্যবস্থাও থাকে। ফলে এই দিনগুলোতে স্কুল খোলা থাকলে পড়ুয়াদের সুবিধাই হবে।”

২০২৪ সালের দুর্গাপুজোর ছুটি শুরু হবে ৭ অক্টোবর থেকে। চলবে ১৮ অক্টোবর পর্যন্ত। এর পর কালীপুজো থেকে ফের ছুটি পড়ুবে৷ ৩১ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত বন্ধ থাকবে ক্লাস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *