অকেজো সরকার! করোনা রুখতে হস্তক্ষেপ করুক হাইকোর্ট, দায়ের জনস্বার্থ মামলা

অকেজো সরকার! করোনা রুখতে হস্তক্ষেপ করুক হাইকোর্ট, দায়ের জনস্বার্থ মামলা

d4e3bf00e0250202271f74484ad43aec

 কলকাতা: করোনা মহামারীর রুখতে হাইকোর্টের হস্তক্ষেপ চেয়ে দায়ের হল জনস্বার্থ মামলা৷ আগামী ১২ এপ্রিল মামলার শুনানি হওয়ার কথা প্রধান বিচারপতি ডিভিশন বেঞ্চে৷

মামলাকারীর তরফে আইনজীবী অরিন্দম দাস জানান, করোনা পরিস্থিতিতে রাজ্যে আট দফায় বিধানসভা নির্বাচন চলছে৷  রাজ্যে যখন করোনা আক্রান্তের সংখ্যা লাফিয়ে লাফিয়ে বাড়ছে, ঠিক তখনই সাধারণ মানুষ থেকে ভোটপ্রার্থী, প্রায় কারোরই এবিষয়ে হুঁশ নেই৷ কোভিড বিধি না মেনেই অবাধে সমাবেশ, মিটিং, মিছিল চলছে৷ আসলে বুথের বাইরে কিংবা যাঁরা নির্বাচনের সঙ্গে যুক্ত নন, তাঁদের করোনা বিধি পালনে বাধ্য করানোর ক্ষেত্রে ব্যর্থ নির্বাচন কমিশন৷

মামলাকারী আইনজীবীর আরও দাবি, ‘‘বর্তমান রাজ্য সরকার এখন কেয়ারটেকারের মত কাজ করছে৷ কোনও বড় সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা এই মুহূর্তে সরকারের নেই৷ ফলে একটা ফাঁক তৈরি হয়েছে৷ আগামী ২ মে নতুন নির্বাচনের ফল ঘোষণা না হওয়া পর্যন্ত এই সমস্যার সমাধান হবে না৷ সেই সমস্য মেটাতে এখনই হস্তক্ষেপ করুক আদালত৷ হাইকোর্টের তত্বাবধানে একটি কমিটি তৈরি করে গাইডলাইন দেওয়া হোক৷ যাতে যে হারে সংক্রমণ ছড়াচ্ছে, তা থেকে মানুষ বাঁচতে পারেন৷  এতে নির্বাচন কমিশনের হাতও শক্ত হবে৷’’ করোনা নিয়ে কলকাতা হাইকোর্টে রুজু হয়েছে জনস্বার্থ মামলা৷

ফের হু হু করে বাড়তে শুরু করে করোনা সংক্রমণ৷ ভারতে দৈনিক করোনা সংক্রমণে প্রতিদিন তৈরি হচ্ছে নতুন রেকর্ড৷ গত ২৪ ঘণ্টায় দেশে সংক্রমিত ১ লক্ষ ৩১ হাজার ৯৬৮ জন৷ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৭৮০ জনের৷ সচেতনতা বাড়াতে নাইট কারফিউর নাম বদলে করোনা কারফিউ রাখার সুপারিশ করেছেন প্রধানমন্ত্রী৷ মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভার্চুয়াল বৈঠকে এমনই সুপারিশ করেছেন নরেন্দ্র মোদী৷ শেষ পাওয়া তথ্য অনুযায়ী, এই রাজ্যের নতুন করে ভাইরাস আক্রান্ত হয়েছেন ২৭৮৩ জন, মৃত্যু হয়েছে ৭ জনের। গত ২৪ ঘন্টায় ভাইরাস থেকে মুক্তি পেয়েছেন ৯৫৭ জন। যদিও দিনপ্রতি সংক্রমণ নতুন করে আতঙ্ক বাড়াচ্ছে রাজ্যবাসীর। পশ্চিমবঙ্গের সব থেকে খারাপ অবস্থায় রয়েছে কলকাতা। ‌ সেখানে একদিনে সংক্রামিতর সংখ্যা ৪৩০ জন! যদিও সুস্থতার হার এখনো ৯০ শতাংশের ওপর। পরিস্থিতির গুরুত্ব বুঝে এবার নির্দেশিকা জারি করল কলকাতা হাইকোর্ট৷

করোনা সংক্রমণ রুখতে কলকাতা হাইকোর্ট নতুন নির্দেশিকা জারি করেছে৷ কোনও আইনজীবীর জ্বর, কাশির মতো উপসর্গ থাকলে তিনি আদালতে সশরীরে হাজির হয়ে সওয়াল করতে পারবেন না বলে রেজিস্টার জেনারেল প্রসেনজিৎ বিশ্বাসের জারি করা এক নির্দেশিকায় জানানো হয়েছে৷ হলফনামায় সই করার কাজ না থাকলে বা বিচারপতি তলব না করলে মামলাকারীরাও আগামী সোমবার থেকে ৩০ এপ্রিল পর্যন্ত আদালত চত্বরে প্রবেশ করতে পারবেন না বলে জানানো হয়েছে৷ এদিকে রাজ্য সরকার সমস্ত সরকারি ও আধা সরকারি দফতরে কর্মীদের হাজিরা কমিয়ে পঞ্চাশ শতাংশ করেছে৷

রাজ্যের স্বাস্থ্য দফতরের বুলেটিন অনুযায়ী, এই মুহূর্তে রাজ্যে মোট করোনাভাইরাস আক্রান্তের সংখ্যা ৬,০২,৮০৭ জন, তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৫,৭৬,৩২৮ জন। মোট মৃত্যুর সংখ্যা ১০,৩৭০ জন। এদিকে রাজ্যে এই মুহূর্তে অ্যাক্টিভ করোনাভাইরাস রোগীর সংখ্যা ১৬,১০৯ জন। কলকাতার পর সবচেয়ে খারাপ অবস্থা উত্তর ২৪ পরগনার, সেখানে একদিনের সংক্রামিত হয়েছেন ৪০০ জন। তার পরেই রয়েছে হাওড়া (১২৭), দক্ষিণ ২৪ পরগনা (১০৬), পশ্চিম বর্ধমান (১০১), হুগলি (৯১)। এদিকে, গত ২৪ ঘণ্টায় দেশে করোনা আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৬ হাজার ৭৮৯ জন৷ পাশাপাশি বাড়ল একদিনে মৃত্যুর সংখ্যাও৷ গত ২৪ ঘণ্টায় করোনায় মৃত্যু হয়েছে ৬৮৫ জনের৷ এর আগে একদিনে করোনায় মৃতের সংখ্যা ছিল ৬৩০৷

এখনও পর্যন্ত দেশে করোনা আক্রান্ত হয়েছেন মোট ১ কোটি ২৯ লক্ষ মানুষ৷ ব্রাজিল ও আমেরিকার পর সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে ভারত৷ ভারতে রাজ্যগুলির মধ্যে সবচেয়ে বেশি সংক্রমণ দেখা দিয়েছে মহারাষ্ট্রে৷ মহারাষ্ট্রের পাশাপাশি পঞ্জাবেও বাড়তে শুরু করেছে আক্রান্তের সংখ্যা৷ জারি করা হয়েছে নাইট কারফিউ৷ এরই মধ্যে গতকাল ডোজ না মেলায় মহারাষ্ট্রে থমকে যায় টিকাকরণ কর্মসূচি৷ সাতারা এবং পানভেল জেলায় বন্ধ রয়েছে টেস্টিং৷ টিকার যোগান না থাকায় পুণেতে ১০০-র উপরে ভ্যাকসিন সেন্টার বন্ধ রয়েছে৷ পরিস্থিতির গুরুত্ব বুঝে সরকারি দফতরে হাজিরা কমিয়ে ৫০ শতাংশ করার কথা ঘোষণা করেছে নবান্ন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *