সফল ভারতের প্রথম সৌরযানের উৎক্ষেপণ, আপাতত কোন গন্তব্যে আদিত্য এল১?

সফল ভারতের প্রথম সৌরযানের উৎক্ষেপণ, আপাতত কোন গন্তব্যে আদিত্য এল১?

India’s First Solar Mission

কলকাতা: সকাল ১১টা বেজে ৫০ মিনিট৷ ইসরোর পিএসএসভি-৫৭ রকেটে চেপে মহাকাশের উদ্দেশে পাড়ি দিল ভারতের প্রথম সৌরযান আদিত্য এল-১। অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেশ সেন্টার থেকে উপগ্রহের সফল উৎক্ষেপণ করে ইসরো। কিছুক্ষণ পর মহাকাশে পিএসএলভি রকেটের থেকে আলাদা হয়ে যায় আদিত্য এল-১৷ আপাতত এটি পৃথিবীর চারপাশে নির্দিষ্ট কক্ষপথে প্রদক্ষিণ করবে। এই ভাবে ঘুরতে ঘুরতেই সূর্যের দিকে ছুটে চলবে সে। (India’s First Solar Mission)

এই মহাকাশযানটির ওজন ১,৪৮০ কেজি৷ উৎক্ষেপণ করার পর এটিকে পৃথিবীর কক্ষপথে স্থাপন করা হবে। পৃথিবীকে ২৩৫ কিমি X ১৯,৫০০ কিমি ডিম্বাকার কক্ষপথে প্রদক্ষিণ করবে ভারতের প্রথম সৌরযান৷ এরপর ধীরে ধীরে কক্ষপথ বদল করে নিজের গন্তব্য ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এর দিকে এগিয়ে যাবে। এর জন্য প্রায় ৪ মাস বা প্রায় ১২৫ দিনের মতো সময় লাগবে আদিত্য-এল-১ এর।  

সান-আর্থ সিস্টেমের হ্যালো অরবিটের ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছবে  আদিত্য৷ পৃথিবী থেকে এই স্থানের দূরত্ব ১.৫ মিলিয়ন কিলোমিটার৷ এখান থেকে সূর্যের নানান তথ্য সংগ্রহ করা সম্ভব হবে বলে আশা বিজ্ঞানীদের। এই ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পৌঁছে গেলেই সূর্যের ওপর কড়া নজরদারি চালাতে পারবে আদিত্য-এল-১। গন্তব্যে পৌঁছতে এই সৌরযানের মোট সময় লাগবে ১২৫ দিন।  

আদিত্য এল-১ স্যাটেলাইটে রয়েছে মোট সাতটি যন্ত্র৷ যার সাহায্যে আগামী পাঁচ বছর ধরে সূর্যকে বিভিন্ন দিক থেকে পরীক্ষা করবে ইসরো। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার বিজ্ঞানী নীলেশ দেশাই জানান, এই উপগ্রহের মূল পেলোডটি তৈরি করেছে ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ অ্যাস্ট্রোফিজিক্স। বাকি ছ’টি পেলোডও ভারতেরই বিভিন্ন সংস্থা তৈরি করেছে। এর মধ্যে চারটি পে-লোড সরাসরি সূর্যের উপর ‘নজর’ রাখবে। বাকি তিনটি পে-লোডের কাজ হবে ল্যাগরেঞ্জ পয়েন্ট ১-এ পরীক্ষা-নিরীক্ষা চালানো। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − two =