কলকাতা: নিয়োগে গতি বাড়াতে বড়সড় উদ্যোগ নিল পাবলিক সার্ভিস কমিশন৷ দ্রুত নিয়োগের বাড়াতে কমিশনে আধিকারিক পর্যাবে বেশ কিছু শূন্যপদ পূরণ হতে চলছে৷ মেজর জেনেরাল পদেও নয়া আধিকারিক নিযুক্ত হতে চলেছেন৷ আধিকারিক স্তরে শূন্যপদ পূরণের পর বিভিন্ন পদে নিয়োগের জন্য ইন্টারভিউ প্রক্রিয়ায় গতি আসবে বলে মনে করা হচ্ছে৷
পাবলিক সার্ভিস কমিশন সূত্রে খবর, প্রতিটি চাকরির ইন্টারভিউ প্রক্রিয়ায় চেয়ারম্যানকে পরিচালনা করতে হয়৷ এতদিন মাত্র ৪টি ইন্টারভিউ প্রক্রিয়া নেওয়া সম্ভব ছিল৷ এবার আধিকার পদে সদস্য বাড়িয়ে একসঙ্গে ৫টি ইন্টারভিউ প্রক্রিয়া চালানো সম্ভব৷ ফলে, ইন্টারভিউ প্রক্রিয়া দ্রুত শেষ করা যাবে৷
কমিশনের চেয়ারম্যান পদে দায়িত্ব দেওয়ার পর দেবাশিস বোসর আমলে বেশ কিছুটা গতি এসেছে পাবলিক সার্ভিস কমিশনের নিয়োগ প্রক্রিয়ায়৷ এবার আধিকার স্তরে শূন্যপদ পূরণ করে সেই গতি আরাও বাড়বে বলে মনে করা হচ্ছে৷ নতুন আধিকারিকরা কাজে যোগ দিলে ইন্টারভিউ প্রক্রিয়ায় গতি ও নতুন নিয়োগে অগ্রগতি মিলবে বলে কমিশন সূত্রে খবর৷ জানা গিয়েছে, এতদিন কমিশনে তিনটি সদস্য পদ খালি ছিল৷ সেটাও দ্রত পূরণ হতে চলেছে৷
এই মুহূর্তে কমিশনে ৪টি ইন্টারভিউ প্রক্রিয়া চলছে৷ আধিকারিকরা কাজে যোগ দিলে সেই প্রক্রিয়া দ্রুত গতি পাবে৷ ইতিমধ্যেই কমিশন বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চাকরির পরীক্ষার তালিকা ওয়েবসাইটে দেওয়া হয়েছে৷ এখনও পর্যন্ত গ্রুপ-সি ক্যাটাগরির জন্য ইন্টারভিউ, ফায়ার অপারেটর-সহ বেশ কিছু ইন্টারভিউ বাকি রয়েছে৷ নতুন সদস্য যোগ দেওয়ার পর সেগুলির ইন্টারভিউ প্রক্রিয়া শুরু হবে বলেও কমিশন সূত্রে খবর৷