সুখবর, নয়া উদ্যোগ PSC-র, ডিসেম্বরেই কপাল খুলছে বহু চাকরিপ্রার্থীর

সুখবর, নয়া উদ্যোগ PSC-র, ডিসেম্বরেই কপাল খুলছে বহু চাকরিপ্রার্থীর

কলকাতা: আসছে নির্বাচন৷ বাড়ছে রাজনৈতিক উত্তাপ৷ বিধানসভা নির্বাচনে কর্মসংস্থান হতে পারে রাজনৈতিক ইস্যু৷ এই নিয়ে রাজনীতির ময়দানে নেমে পড়েছে শাসক-বিরোধী উভয় শিবির৷ কর্মসংস্থান ইস্যুকে কেন্দ্র করে যখন রাজনৈতিক উত্তাপ বাড়ছে, তখন বাংলায় কর্মী নিয়োগে দৃষ্টান্ত স্থাপন করল পাবলিক সার্ভিস কমিশন বা পিএসসি৷ ডিসেম্বরের মধ্যেই নিয়োগ প্রক্রিয়া প্রায় শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে কমিশন৷

দ্রুত নিয়োগ প্রক্রিয়া শেষ করার লক্ষ্যে একাধিক ইন্টারভিউ বোর্ড গঠন করেছে কমিশন৷ ডিসেম্বরের মধ্যেই যাতে সফল প্রার্থীদের হাতে নিয়োগপত্র তুলে দেওয়া যায়, তা নিশ্চিত করতে উদ্যোগী নিয়েছে কমিশন৷ পিএসসির এই উদ্যোগে বছরের শুরুতেই মুখে হাসি ফুটতে চলেছে প্রায় আড়াই হাজার চাকরি প্রার্থীর৷  

লকডাউন পরবর্তী সময়ে দীর্ঘ ছ’মাস বন্ধ ছিল সরকারি চাকরির লিখিত পরীক্ষা ও ইন্টারভিউয়ের প্রক্রিয়া৷ ফলে এতদিন থকমে ছিল একাধিক লিখিত পরীক্ষা ও ইন্টারভিউ৷ খাদ্য ও দমকল বিভাগে থমকে ছিল নিয়োগ৷ এবার এই দুই দফতর মিলিয়ে প্রায় আড়াই হাজার সরকারি চাকরির নিয়োগ প্রক্রিয়া শেষ করতে চলেছে কমিশন৷ নিয়োগ সম্পূর্ণ করতে এক ডজন ইন্টারভিউ বোর্ড গঠন করে দৃষ্টান্ত স্থাপন করেছে কমিশন৷ নিয়ম অনুযায়ী, কমিশনের চেয়ারম্যান ও ৪ জনের পাঁচটি ইন্টারভিউ বোর্ড তৈরি হয়েছে৷ চেয়ারম্যানের প্রতিনিধি হিসেবে ইতিমধ্যেই মনোনীত হয়েছেন অবসরপ্রাপ্ত আইএএস ও আইপিএস৷ নবান্নের অনুমোদনক্রমে পিএসসি আরও ৭জন অবসরপ্রাপ্ত আমলাকে নিয়ে ৭টি বোর্ড তৈরি করেছে বলে খবর৷ ১২টি বোর্ড ফুড ও ফায়ারের ইন্টারভিউ শুরু করেছে৷ চলতি মাসের তৃতীয় সপ্তাহের মধ্যেই গোটা নিয়োগ-প্রক্রিয়া শেষ করার লক্ষ্যমাত্রা নিয়েছে পিএসসি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *