ভোটের আগে ইপিএফ গ্রাহকদের জন্য সুখবর, ২০২৩-২৪ অর্থবর্ষে বাড়ছে পিএফের সুদের হার

ভোটের আগে ইপিএফ গ্রাহকদের জন্য সুখবর, ২০২৩-২৪ অর্থবর্ষে বাড়ছে পিএফের সুদের হার

Good News

নয়াদিল্লি: চলতি অর্থবর্ষে জমা টাকার উপরে বাড়িতে সুদ পেতে চলেছেন এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড বা ইপিএফ-এর সদস্যরা৷ শনিবার এমনটাই জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই৷ 

২০২২-২৩ অর্থবর্ষে ৮.১৫ শতাংশ হারে সুদ দেওয়া হয়েছিল ইপিএফে। ২০২৩-২৪ অর্থবর্ষে সেটাই বেড়ে ৮.২৫ শতাংশ হতে চলেছে বলে সংবাদ সংস্থার রিপোর্ট। প্রথা মেনে আগামী মার্চ মাসে কর্মচারী ভবিষ্যনিধি বা ইপিএফ কর্তৃপক্ষ বিষয়টি আনুষ্ঠানিক ভাবে ঘোষণা করতে পারেন।

দ্বিতীয় মোদী সরকারের জমানায় ইপিএফে সুদের হার ৮.৫ শতাংশ থেকে কমিয়ে ৮.১ শতাংশ হয়। যা ছিল ১৯৭৭-৭৮ সালের পর সবচেয়ে সর্বনিম্ন হার। ২০২২-২৩ অর্থবর্ষে সুদের হার খানিক বাড়িয়ে ৮.১৫ শতাংশ করা হয়। লোকসভা ভোটের আগে সুদের হার আরও কিছুটা বাড়তে চলেছে বলেই খবর৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

nine + eight =