নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী-সমর্থকদের তুমুল বিক্ষোভ

নিজাম প্যালেসের বাইরে তৃণমূল কর্মী-সমর্থকদের তুমুল বিক্ষোভ

কলকাতা:  সোমবার সাত সকালে রাজ্যের ২ মন্ত্রী ও ১ বিধায়ক গ্রেফতার হওয়র পরেই উত্তাল রাজ্য রাজনীতি৷ নিজাম প্যালেসে গেটের বাইরে তৃণমূল কর্মীদের চরম বিক্ষোভ৷ সিবিআই অফিসারদের বিরুদ্ধে লালবাজারে অভিযোগও দায়ের মহিলা তৃণমূল শাখার৷  

আরও পড়ুন- চার্জশিট জমা পড়েছে, তদন্ত চলছে, নারদ মামলা নিয়ে জানাল সিবিআই

এদিকে, নিজাম প্যালেসের গেটের ভিতরে বিশাল কেন্দ্রীয় বাহিনী মোতায়েন রয়েছে৷ আর গেটের বাইরে রয়েছে তৃণমূল কংগ্রেসের প্রচুর কর্মী-সমর্থক৷ তৃণমূল কংগ্রেসের পতাকা হাতে গেটের সামনে শুয়ে পড়েছে বিক্ষোভকারীরা৷ চলছে স্লোগান৷ গোটা রাস্তা আটকে রাখা হয়েছে৷ রাস্তার উপরেই অবস্থান বিক্ষোভ করছেন তাঁরা৷ তাঁদের দাবি, যে ভাবে এই চার নেতাকে গ্রেফতার করা হয়েছে, তা তাঁরা মানছেন না৷ ক্রমাগত এখানে ভিড় বাড়াচ্ছেন কর্মী-সমর্থকরা৷ কেউ গাড়ি নিয়ে কেউ বা বাইকে এসে উপস্থিত হচ্ছেন৷ বিক্ষোভ ক্রমশ বাড়ছে৷ তবে কেন্দ্রীয় বাহিনী কিন্তু গেটের ভিতরেই রয়েছে৷ তারা বাইরে বেরননি৷ 

তবে যে ভাবে নিজাম প্যালেসের বাইরে তৃণমূলের কর্মী সমর্থকরা ভিড় জমিয়েছেন তাতে এই রাস্তা দিয়ে নেতাদের আদালতে নিয়ে যাওয়া সিবিআই-এর কাছে কার্যত চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে৷ যত সময় এগচ্ছে, তত বেশি রণংদেহী হয়ে উঠছে তৃণমূলের সমর্থকরা৷ যে কোনও মুহূর্তে যে কোনও ঘটনা ঘটতে পারে বলে আশঙ্কা৷ 
 

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 × four =