কলকাতা: সল্টলেকে এসএসসির দফতর অচার্য সদনের সামনে চাকরিপ্রার্থীদের বিক্ষোভ৷ বুধবার সকাল থেকেই উত্তপ্ত পরিস্থিতি। এদিন করুণাময়ী এলাকায় আচার্য সদনের গেটের সামনে নিয়োগের দাবিতে আন্দোলন শুরু করেন ২০১৬ সালের উচ্চ প্রাথমিক চাকরিপ্রার্থীরা। অভিযোগ, বিনা অনুমতিতেই আন্দোলনে বসেছেন তাঁরা৷
সকাল ৭টা ২০ মিনিট নাগাদ তাঁরা আচার্য সদনের সামনে নিয়োগের দাবিতে শুরু হয় চাকরিপ্রার্থীদের আন্দোলন৷ খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছয় পূর্ব বিধাননগর থানার পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণ নামানো হয় ব়্যাফ৷
পুলিশের দাবি, আচার্য সদনের গেট ভেঙে ভিতরে ঢোকার চেষ্টা করেন বেশকিছু চাকরিপ্রার্থী। এর পরই তাঁদের সেখান থেকে টেনে হিঁচড়ে সরানো হয়৷ ঘটনাস্থল থেকে সরিয়ে সোজা তাঁদের প্রিজন ভ্যানে তোলে পুলিশ৷ জোর করে তাঁদের সরানোর চেষ্টা করতেই শুরু হয় ধস্তাধস্তি৷ কিন্তু, বলপূর্বক সেখান থেকে সরিয়ে দেওয়া হয় চাকরিপ্রার্থীদের৷ চাকরিপ্রার্থীরা যাতে কোনও ভাবেই আচার্য সদনের ভিতর ঢুকতে না পারে, তাই মূল প্রবেশপথ ঘিরে রেখেছে পুলিশ।
প্রসঙ্গত, গতকাল এমএলএ হস্টেলের গেটের বাইরে ২০১৬ সালের SLST চাকরিপ্রার্থীদের ব্যাপক বিক্ষোভ দেখায়। সেখান থেকেও তাঁদের টেনেহিঁচড়ে সরায় পুলিশ। এই ঘটনাকে কেন্দ্র করে ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয় কিড স্ট্রিটে। বিক্ষুদ্ধদের দাবি ছিল, বুধবারই বিধানসভায় তাঁদের বিষয়টি নিয়ে আলোচনা করতে হবে।