রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে অভিনব প্রতিবাদ, দিলেন সিস্টেম বদলের ডাক

রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে অভিনব প্রতিবাদ, দিলেন সিস্টেম বদলের ডাক

কলকাতা:  রাজভবনের সামনে ভেড়ার পাল নিয়ে অভিনব বিক্ষোভ এক ব্যক্তির৷ অতিমারীর মধ্যে এক নোংরা রাজনীতি চলছে৷ যার জন্য দায়ী রাজ্যপাল৷ এই অভিযোগ তুলেই একপাল ভেড়া নিয়ে বিক্ষোভ দেখালেন ওই ব্যক্তি৷ 

আরও পড়ুন- জগদীপ ধনকড়ের অপসারণ চেয়ে এবার রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীকে চিঠি পাঠাচ্ছেন মমতা

তাঁর দাবি, তিনি সিটিজেন এগেইন্সট ডার্টি পলিটিক্স অ্যান্ড করাপশন-নাম একটি সংগঠনের সদস্য৷ এদিন একপাল ভেড়া নিয়ে রাজভবনের সামনে ধরনায় বসতেই তাঁকে অবশ্য সরিয়ে দেয় পুলিশ৷ তবে তাঁর বক্তব্য, লকডাউনে দিন আনা দিন খাওয়া মানুষগুলো বেরতে পারছে না৷ অথচ রাজনৈতিক জমায়েত হচ্ছে৷ এই নোংরা রাজনীতি থেকে আমাদের বেরতে হবে৷ কিন্তু রাজভবনের সামনে কেন এই প্রতিবাদ? এর জবাবে তিনি সপাটে বলেন, ‘‘যেটা ভেড়ার জায়গা সেখানেই তো ভেড়া নিয়ে আসব৷ এটাই আসল জায়গা মনে করেছি৷ তাই এখানেই ভেড়া নিয়ে এসেছি৷’’ 

আরও পড়ুন- ফের শ্বাসকষ্ট মদনের, অক্সিজেন সাপোর্টে আপাতত স্থিতিশীল

প্রসঙ্গত, কার্যত লকডাউনের মধ্যেই গতকালই আমরা ফের বিপুল মানুষের সমাগম দেখেছি৷ রাজ্যের চার নেতা মন্ত্রীকে গ্রেফতারের প্রতিবাদে নিজাম প্যালেসের সামনে উপচে পড়েছিল তৃণমূল নেতা-কর্মীদের ভিড়৷ যেখানে কোনও কোভিড প্রোটোকল ছিল না৷ আর না ছিল দূরত্ব বিধি৷   
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

5 + 20 =