SSC ভবনের সামনে ‘যোগ্য’ চাকরিহারাদের সঙ্গে বাম ছাত্র-যুবরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

SSC ভবনের সামনে ‘যোগ্য’ চাকরিহারাদের সঙ্গে বাম ছাত্র-যুবরা, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি

imagesmissing

কলকাতা: কলকাতা হাই কোর্টের নির্দেশে চাকরিহারা ২৫,৭৫৩ জন প্রার্থী৷ এরা সকলেই অযোগ্য, তেমনটা নয়৷ রয়েছন প্রায় ২০ হাজার যোগ্য প্রার্থী৷ আদালতের এই রায় ঘোষণার পর থেকেই উত্তপ্ত রাজ্য রাজনীতি। চাকরিহারাদের একাংশের দাবি, তাঁরা যোগ্য হওয়া সত্ত্বেও আদালতের রায়ে চাকরি হারাতে হয়েছে৷  শনিবার প্রতিবাদে পথে নামেন সদ্য চাকরিহারারা। সল্টলেকের এসএসসি ভবনের সামনে জড়ো হয়ে বিক্ষোভ শুরু করেন। সেই আন্দোলনে যোগ দেন বাম যুব সংগঠনের নেতৃত্ব৷ কিন্তু, তারা পুলিশি বাধার মুখে পড়তেই উত্তপ্ত হয়ে ওঠে পরিস্থিতি৷ ধুন্ধুমার কাণ্ড সল্টলেকের এসএসসি ভবনের সামনে৷

বাম যুব সংগঠনের নেতারা জানান, তারা স্কুল সার্ভিস কমিশনের কাছে ডেপুটেশন জমা দেবেন। সেই উদ্দেশেই মিছিল করে এসএসসি ভবনের সামনে পৌঁছন চাকরিহারারা৷ তাঁদের পুলিশ আটকাতেই শুরু হয় অশান্তি৷ বেশ কয়েকজন আন্দোলনকারীকে আটক করা হয়েছে বলে খবর৷ 

ad 728x90 1

ad 728x90 1

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *