সন্দেশখালি যাওয়ার পথে দফায় দফায় বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে রাজ্যপালের গাড়ি ঘেরাও

সন্দেশখালি যাওয়ার পথে দফায় দফায় বিক্ষোভ, প্ল্যাকার্ড হাতে রাজ্যপালের গাড়ি ঘেরাও

protest

কলকাতা: সন্দেশখালি নিয়ে ক্রমেই চড়ছে উত্তেজনার পারদ৷ সন্দেশখালির শান্তি ফেরাতে রাজভবনে গিয়ে আলটিমেটামও দিয়ে এসেছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী৷ কেরল সফর সেরে কলকাতায় ফিরতেই রাজ্যপাল যে সন্দেশখালি রওনা দেবেন, তা জানাই ছিল। সোমবার সকালে বিমানবন্দরে নামার পরই তিনি সন্দেশখালির পথ নেন৷ কিন্তু পথে রাজ্যপাল সি ভি আনন্দ বোসের কনভয় লক্ষ্য করে দফায় দফায় বিক্ষোভ চলল। সকাল ১১ টা নাগাদ রাজ্যপালের কনভয় পৌঁঁছয় উত্তর ২৪ পরগনার মিনাখাঁয়৷ সেখানে হাতে প্ল্যাকার্ড নিয়ে কনভয়ের সামনে এসে বিক্ষোভ দেখান একদল লোক। মূলত ১০০ দিনের কাজের বকেয়া টাকার দাবিতেই এই বিক্ষোভ৷ শুধু মিনাখাঁই নয়৷ এদিন একাধিকবার বিক্ষোভের মুখে পড়তে হয় রাজ্যপালকে। পরে পুলিশি তৎপরতায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

fourteen + 1 =