আগ্রা: বাহ, বাহ তাজ! এবার থেকে তাজমহল দর্শন করতে গেলে দিতে হবে আরও বেশি মূল্য৷ আগ্রা প্রশাসনের তরফে জানানো হয়েছে, ভারতীয় ও বিদেশি উভয় পর্যটকের ক্ষেত্রেই বাড়ছে তাজমহলের টিকিটের মূল্য৷
ভারতীয়দের ক্ষেত্রে তাজ দর্শনের প্রবেশ মূল্য ছিল মাথা পিছু ৫০টাকা৷ এবার তা মাথা পিছু ৮০ টাকা করা হচ্ছে ৷ বিদেশি পর্যটকদের ক্ষেত্রে প্রবেশ মূল্য বাড়ছে ১০০ টাকা করে৷ বিদেশি পর্যটকদের আগে দিতে হত ১,১০০ টাকা, এবার থেকে দিতে হবে মাথা পিছু ১,২০০ টাকা করে৷ এছাড়া মূল গম্বুজে প্রবেশ করতে হলে আরও বাড়তি ২০০ টাকা গুণতে হবে পর্যটকদের৷
আগ্রার ডিভিশনাল কমিশনার অমিত গুপ্তা বলেন, আগ্রা উন্নয়ন পর্ষদ তাজমহলের মূল গম্বুজে প্রবেশের জন্য অতিরিক্ত ২০০ টাকা মূল্য ধার্য করেছে৷ ওই গম্বুজে প্রবেশের জন্য আর্কিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াকে যে ২০০ টাকা দিতে হয়, তার বাইরে এই অতিরিক্ত মূল্য৷ অর্থাৎ এবার থেকে বিশ্বের সপ্তম আশ্চর্যের অন্যতম স্মৃতিসৌধটির দর্শন করতে হলে ভারতীয়দের খরচ হবে মোট ৪৮০ টাকা৷ আর বিদেশি পর্যটকদের খরচ পড়বে ১,৬০০ টাকা৷ এদিকে, টিকিটের দাম বাড়ায় অখুশি তাজ ভক্তরা৷ তাঁরা বলছেন, এতে পর্যটকের সংখ্যা কমবে৷
করোনা মোকাবিলায় প্রায় ছ’ মাস বন্ধ ছিল ঐতিহাসিক এই স্থানগুলো। মার্চের ১৭ তারিখ থেকে এগুলো বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়৷ করোনার প্রোটোকল মেনে গত বছর সেপ্টেম্বরে খুলেছে তাজমহলের দরজা। প্রতিদিন পাঁচ হাজার পর্যটককে ভিতরে প্রবেশের অনুমতি দেওয়া হয়েছিল। তবে বন্ধ ছিল টিকিট কাউন্টারগুলি। অনলাইনের মাধ্যমে টিকিট কাটতে হচ্ছিল। কেন্দ্রের তরফে করোনার সমস্ত বিধি-নিষেধ মেনেই খোলা হয়েছিল তাজমহল। প্রতিবছর প্রায় সাত মিলিয়ন মানুষ তাজমহল দর্শন করতে আসেন। যার মধ্যে একটা বড় অংশ রয়েছে বিদেশি৷