পেল্লাই বাড়ি, দামী গাড়ি-বাইক, কী নেই নীরজের, জানেন কত কোটির মালিক ভারতের এই তারকা জ্যাভলার?

পেল্লাই বাড়ি, দামী গাড়ি-বাইক, কী নেই নীরজের, জানেন কত কোটির মালিক ভারতের এই তারকা জ্যাভলার?

property 

নয়াদিল্লি: তাঁর ‘সোনার বর্শা’য় ভর করে এসেছে একের পর এক পদক৷ তাঁর সিন্দুকে যত সোনার পদক রয়েছে, তা দেশের আর কোনও অ্যাথলিটের নেই৷ মাত্র ২৫ বছর বয়সে সাফল্যের শিখর ছুঁয়েছেন ‘সোনার ছেলে’ নীরজ চোপড়া৷ তাঁর প্রাপ্তির ঝুলি এক কথায় পূর্ণ। কিন্তু, আরও কিছু করে দেখানোর খিদেটা এখনও তাড়া করে বেড়ায় নীরজকে৷ তাঁর লড়াই যেন নিজের সঙ্গে নিজের৷ প্রতি মুহূর্তে চলেছে নিজেকে বিট করার লড়াই৷ ইতিমধ্যেই তাঁর প্রাপ্তির তালিকা বেশ দীর্ঘ৷ অলিম্পিকে সোনার পদক, বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে সোনা,  কমনওয়েলথ, এশিয়ান গেমস, ডায়মন্ড লিগ—সব ক্ষেত্রেই ছাপ ফেলেছেন পানিপথের এই তরুণ৷ নীরজের বাড়িতে থরে থরে সাজানো ট্রফি, পদক আর জাতীয় পুরস্কার৷ তবে নীরজ-গৃহে শুধুই কি পুরস্কারের বন্যা? নাহ, তেমনটা কিন্তু নয়। অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্পন্ন ঝাঁ-চকচকে বাড়ির মালিক এই ভারতীয় অ্যাথলিট৷ সেখানে রয়েছে বহুমূল্য গাড়ি, বাইকের বিস্তর সম্ভার৷ বিশ্বের জনপ্রিয় ব্র্যান্ডের সঙ্গে কাজ করেন তিনি। অলিম্পক্সে সোনা জয়ের পর থেকে বছর দুয়েকের মধ্যে নীরজের সম্পত্তি ফুলেফেঁপে ওঠে। জানেন ভারতের এই তারকা জ্যাভলিন থ্রোয়ার বর্তমানে কত কোটির মালিক? 

পানিপথে তিনতলা একটি পেল্লাই বাড়ি কিনেছেন নীরজ৷ এটিই এখনও পর্যন্ত তাঁর সবচেয়ে দামী প্রপার্টি বলে মনে করা হয়৷ এছাড়াও তাঁর কাছে রয়েছে বিভিন্ন ধরনের গাড়ির সম্ভার৷ ভারতের ট্র্যাক অ্যান্ড ফিল্ডে সাফল্যের জোয়ার আনা নীরজ, খুব অল্প বয়সেই সব কিছু অর্জন করে নিয়েছেন৷

এক সময় ভারতের প্রাক্তন ক্রিকেট তারকা মহেন্দ্র সিং ধোনির মতো চুল রাখতেন নীরজ৷ ভারতের বিশ্বকাপজয়ী ক্যাপ্টেনের মতো গাড়ি ও বাইকের শখও রয়েছে তাঁর। অলিম্পিকে সোনাজয়ী এই জ্যাভলারের গ্যারাজে রয়েছে দামী স্পোর্টস কার ফোর্ড মুসটাং। যার মূল্য প্রায় ৯৩ লক্ষ থেকে ১ কোটি টাকা৷ সম্প্রতি নীরজের গ্যারাজে শোভা বাড়িয়েছে তাঁর নয়া ‘দোস্ত’ রেঞ্জ রোভার স্পোর্ট৷  এই লাক্সারি এসইউভির দাম ১.৯৮ কোটি থেকে ২.২২ কোটি টাকা নীরজের বাইক কালেকশনও চোখে পড়ার মতো৷ এর মধ্যে সবচেয়ে দামীটি হল হার্লে ডেভিডসন ১২০০ রোডস্টার। যার দান দাম ১১ লক্ষ টাকা।

নীরজের মোট সম্পত্তির পরিমাণ ভারতীয় মুদ্রায় প্রায় ৩৩-৩৫ কোটি টাকা বলে মনে করা হয়। প্রাসাদোপম বাড়ি, গাড়ি, পুরস্কার মিলিয়ে এটাই নীরজের আনুমানিক সম্পত্তি৷ ২০২০ সালে নীরজের মোট সম্পত্তির পরিমাণ ছিল ১০ কোটি টাকা। ২০২১ সালে ২০ কোটি, ২০২২ সালে ৩০ কোটি এবং বর্তমানে সম্পত্তির পরিমাণ প্রায় ৩৫ কোটি হবে৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 4 =