রায়বরেলী রাখলেন রাহুল, দক্ষিণের ওয়েনাড় থেকে সংসদীয় রাজনীতিতে পা প্রিয়াঙ্কার

নয়াদিল্লি: প্রেক্ষাপট থেকে আগামীর দেওয়াল লিখন ক্রমশ স্পষ্ট হচ্ছিল৷ অবশেষে হল তেমনটাই৷ সংসদীয় রাজনীতিতে পা রাখতে চলেছেন রাজীব-কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া!   রাহুল গান্ধীর ছেড়ে…

নয়াদিল্লি: প্রেক্ষাপট থেকে আগামীর দেওয়াল লিখন ক্রমশ স্পষ্ট হচ্ছিল৷ অবশেষে হল তেমনটাই৷ সংসদীয় রাজনীতিতে পা রাখতে চলেছেন রাজীব-কন্যা প্রিয়াঙ্কা গান্ধী বঢ়ড়া!

 

রাহুল গান্ধীর ছেড়ে আসা ওয়ানড় আসন থেকেই উপনির্বাচনে প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা৷ উত্তরপ্রদেশের রায়বরেলী লোকসভার পাশাপাশি কেরলের ওয়েনাড় লোকসভা আসন থেকেও জয়ী হয়েছিলেন রাহুল। উত্তরের রাজনীতিতে ফিরে, ওয়ানাড়ের সাংসদ পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন রাহুল। সোমবার সাংবাদিক সম্মেলনে রাহুল, প্রিয়াঙ্কা ও সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক কে সি বেণুগোপালকে সঙ্গে নিয়ে এ কথা ঘোষণা করেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খাড়্গে।

 

চব্বিশের লোকসভা ভোটে গান্ধী-গড় বলে পরিচিত রায়বরেলি ও নিজ কেন্দ্র ওয়ানাড় – দুটি আসনেই বিপুল ব্যবধানে জেতেন রাহুল৷ তবে নিয়ম মাফির একটি আসন থেকে তাঁকে ইস্তফা দিতেই হতো। সেক্ষেত্রে রায়বরেলিকেই বেছে নেন রাহুল। আর দাদার ছেড়ে আসা ওয়ানাড় লোকসভা কেন্দ্রের উপনির্বাচনেই প্রার্থী হচ্ছেন প্রিয়াঙ্কা। দক্ষিণের রাজনীতি থেকেই শুরু হবে তাঁর সংসদীয় রাজনীতির যাত্রা৷ যদিও সক্রিয় রাজনীতিতে অনেক দিন আগেই নাম লিখিয়েছেন সোনিয়া-কন্যা৷ সর্বভারতীয় কংগ্রেস তথা এআইসিসির সাধারণ সম্পাদক হিসাবে উত্তরপ্রদেশের দায়িত্বে ছিলেন তিনি। তবে কবে তিনি সংসদীয় রাজনীতিতে যোগদান করবেন, তা নিয়ে প্রশ্ন ছিল৷ কংগ্রেসের একাংশের আবার দাবি ছিল, লোকসভা ভোটে বারাণসী আসনে নরেন্দ্র মোদীর বিরুদ্ধে প্রিয়াঙ্কাকে প্রার্থী করা হোক৷ তিনি অবশ্য সেই প্রস্তাবে সায় দেননি৷ অবশেষে ওয়ানাড় থেকে শুরু হতে চলেছে রাজনীতির নতুন সফর৷

 

প্রিয়াঙ্কার বক্তব্য, ‘‘ওয়ানড়ের মানুষকে রাহুলের অনুপস্থিতি বুঝতেই দেব না। ভাই যেমন বলল, ওয়ানাড়ে ও থাকবে, আমিও তেমনই রায়বরেলির লোকদের সঙ্গে থাকব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *