হু হু করে বাড়ছে করোনা, বোর্ডের পরীক্ষা বাতিলের দাবি প্রিয়াঙ্কার

হু হু করে বাড়ছে করোনা, বোর্ডের পরীক্ষা বাতিলের দাবি প্রিয়াঙ্কার

নয়াদিল্লি: সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা বাতিলের দাবি তুলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালকে চিঠি লিখলেন কংগ্রেসের সাধারণ সম্পাদক প্রিয়াঙ্কা গান্ধি বঢরা৷ তাঁর মতে, ভিড়ে ঠাসা পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের সুরক্ষা নিশ্চিত করা অসম্ভব৷ করোনার এই ঢেউয়ের মধ্যে সিবিএসই-কে বোর্ড পরীক্ষার আয়োজন করতে দেওয়ার সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত বলে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে লিখেছেন কংগ্রেস নেত্রী৷ টুইটারে তুলে ধরা পোখরিয়ালকে লেখা চিঠিতে প্রিয়াঙ্কার বক্তব্য, ক্রমবর্ধমান অতিমারির মধ্যে পড়ুয়াদের পরীক্ষায় বসতে বাধ্য করার ফলে যদি বিপুল সংখ্যক পরীক্ষার্থীর করোনা আক্রান্ত হওয়ার মাধ্যমে কোনও পরীক্ষাকেন্দ্র হটস্পটে পরিণত হয়, তা হলে তার জন্য দায়ী থাকবে সরকার এবং সিবিএসই বোর্ড৷

দেশে লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্য়া ৷ গত ২৪ ঘণ্টায় গোটা দেশে করোনা আক্রান্তের সংখ্য়া ১ লক্ষ ৫২ হাজার ৮৭৯ জন ৷ মৃতের সংখ্য়া ৮৩৯৷ এই পরিস্থিতিতে বোর্ডের পরীক্ষা শুরু হলে পরিস্থিতি আরও খারাপ হতে পারে বলে মনে করছেন প্রিয়াঙ্কা৷ তিনিও উল্লেখ করেছেন, গোটা দেশ থেকে এক লক্ষের বেশি করোনা আক্রান্ত হওয়ার রিপোর্ট মিলেছে৷ করোনার দ্বিতীয় ঢেউয়ের মধ্যে পরীক্ষায় বসার জন্য পরীক্ষাকেন্দ্রে জমায়েত হওয়ার প্রশ্নে লক্ষ লক্ষ পড়ুয়া ও তাদের মা-বাবা আশঙ্কা প্রকাশ করেছেন৷ তাঁর মতে, এই আশঙ্কা অমূলক নয়৷ এই মারাত্মক অসুখের মধ্যে পরীক্ষায় বসলে যেমন অকারণ উদ্বেগের সৃষ্টি হবে, তেমনই পরীক্ষার্থীদের পারফরম্যান্সের ওপর প্রভাব পড়বে৷ তাই বর্তমান পরিস্থিতিতে সঙ্গত কারণেই পরীক্ষা বাতিল করার দাবি করা হচ্ছে৷ তিনি আশা করছেন, পরীক্ষার্থীদের জোর করে সম্ভাব্য বিপদের মধ্যে ঠেলে দেওয়ার পরিবর্তে কেন্দ্র সব পক্ষের সঙ্গে কথা বলে কোনও নিরাপদ পথ বার করবে৷

উল্লেখ্য, বোর্ড পরীক্ষা নেওয়ার বিষয়টি বর্তমানে স্থগিত রাখার জন্য় শনিবারই আবেদন করেছিলেন প্রিয়াঙ্কা৷ এদিন কোভিড পরিস্থিতির জন্য় বোর্ড পরীক্ষা সম্পূর্ণ বাতিল করার দাবি তোলেন তিনি৷ রাহুল গান্ধিও টুইটে বলেছেন, বোর্ডের পরীক্ষা আয়োজনের সিদ্ধান্ত পুনর্বিবেচনা করা উচিত এবং সব পক্ষের সঙ্গে কথা বলেই পরবর্তী সিদ্ধান্ত নেওয়া উচিত৷ বলিউড অভিনেতা সোনু সুদও পরীক্ষা বাতিলের আর্জি জানিয়েছেন কেন্দ্রের কাছে ৷ তিনি টুইটে লেখেন, এই পরিস্থিতিতে পরীক্ষা নেওয়া খুবই বিপজ্জনক ৷ তাই কোনও অভ্য়ন্তরীণ প্রক্রিয়ার মাধ্য়মে অ্য়াসেসমেন্ট করার আবেদন জানিয়েছেন সোনু৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

seventeen + twenty =