বন্ধ হয়ে গেল প্রিয়া, প্রাচী, জয়া, মেনকা সিনেমা হল

বন্ধ হয়ে গেল প্রিয়া, প্রাচী, জয়া, মেনকা সিনেমা হল

 কলকাতা: এবার অতিমারির থাবায় তালা শহরের গুরুত্বপূর্ণ সিঙ্গেল স্ক্রিন সিনেমা হলে৷ শনিবার থেকে বন্ধ হয়ে গেল মেনকা, প্রাচী, জয়া, প্রিয়া সিনেমা হল৷ এছাড়াও দুর্গাপুরের বায়োস্কোপ, বারাসতের ডাকবাংলোর সিনেমা হলেও তালা ঝুলেছে৷ সিনেমা হলের মালিকদের বক্তব্য, করোনা এবং লকডাউনের কারণে সারাদিন ৪ থেকে ৫ জন দর্শক আসছে সিনেমা দেখতে৷ এইভাবে একটি সিনেমা হল চালিয়ে যাওয়া সম্ভব নয়৷

যদিও নবীনা সিনেমা হলের মালিক জানিয়েছেন, তিনি হল বন্ধ করার পক্ষে নন৷ বাংলা ছবির স্বার্থে আরও কষ্ট সহ্য করতে রাজি তিনি৷ ছবি বিশেষজ্ঞরা মনে করছেন, এইভাবে পদক্ষেপ করা ঠিক নয়৷ বড় বাজেটের সিনেমা এলে খোলা আবার বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত ঠিক নয়৷ যে সব প্রযোজনা সংস্থার নিজস্ব ডিজিটাল প্লাটফর্ম নেই, তারা কীভাবে ছবি চালাবে, তা নিয়ে প্রশ্ন উঠেছে৷ ব্যবসা না দিলে হল বন্ধ করার পক্ষে সওয়াল করলেও, মূল বিষয় বা কন্টেন্টের জন্য বাংলা ছবি মার খাচ্ছে তা মানতে নারাজ শিবপ্রসাদ মুখোপাধ্যায়৷ অনেক পরিচালকই মানছেন, করোনা এবং লকডাউন পরবর্তী পরিস্থিতিতে সিনেমা হল গুলিতে যে পরিমাণ দর্শক আসে, তাতে  ছবির বাজেটের ২০ শতাংশ অর্থও তোলা সম্ভব নয়৷ ছবি কাজের সঙ্গে যুক্ত অনেকেই মনে করছেন, একটি ছবি চালাতে যে মানের কন্টেন্ট থাকার দরকার তা থাকছে না৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

18 − ten =