কলকাতা: করোনার থাবায় যাঁদের মৃত্যু হচ্ছে, তাঁদের ডেথ সার্টিফিকেট সংক্রান্ত নতুন নির্দেশিকা দিল রাজ্য সরকার। এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে রোগী স্থানান্তর করার সময় যদি কোনও রোগীর মৃত্যু হয়, সে ক্ষেত্রে ডেথ সার্টিফিকেট পেতে বেশ সমস্যায় পড়তে হয় মৃতের পরিবারকে। অবশেষে সেই সমস্যার সমাধান করল রাজ্য সরকার। বিশেষ করে বেসরকারি হাসপাতালগুলির বিরুদ্ধে এই ধরণের অভিযোগ তুলছিল মৃতের আত্মীয় পরিজনরা।
রাজ্যের নির্দেশিকায় স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, রোগীকে এক হাসপাতাল থেকে অন্য হাসপাতালে স্থানান্তরের সময় যদি পথেই তাঁর মৃত্যু হয় তাহলে ডেথ সার্টিফিকেট দেবে যেখানে ভর্তি ছিলেন সেই হাসপাতাল কর্তৃপক্ষই। এমনকী এই সার্টিফিকেট ইস্যু করার জন্য অনেক ক্ষেত্রে হাসপাতালগুলি টাকা চেয়ে বসত বলে অভিযোগ তুলেছিল অনেকেই। এই প্রসঙ্গেও নির্দেশিকায় জানিয়ে দেওয়া হয়েছে, সংশ্লিষ্ট হাসপাতাল রোগীর পরিবারের থেকে কোনও টাকা নিতে পারবে না। স্বাভাবিকভাবেই এই নির্দেশিকা প্রকাশ্যে আসার পর খুশি করোনায় আক্রান্ত রোগীর আত্মীয় পরিজনেরা।
উল্লেখ্য, রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৫ লক্ষ ৬৪ হাজার ৭০৭। যার মধ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে সংক্রমিত হয়েছেন ৬০৯ জন। অন্যদিকে সুস্থ হয়েছেন ৬৬৬ জন। যার ফলে রাজ্যে রিকভারি রেট বেড়ে হয়েছে ৫ লক্ষ ৪৭ হাজার ৫১৫ জন। যদিও গত ২৪ ঘণ্টায় করোনার থাবায় মৃত্যু হয়েছে ১৫ জনের। ফলে রাজ্যে মোট ডেথ রেট বেড়ে হয়েছে ১০ হাজার ৪৯। সবমিলিয়ে রাজ্যে অ্যাকটিভ কেসের সংখ্যা এই মুহূর্তে ৭ হাজার ১৫১।
প্রসঙ্গত, গত শুক্রবার থেকেই পশ্চিমবঙ্গে শুরু হয়েছে টিকাকরণ প্রক্রিয়া। প্রথম পর্যায়ে ২০ হাজার ৭০০ জন করোনা যোদ্ধার শরীরে দেওয়া হয়েছে এই টিকা। যা নিঃসন্দেহে স্বস্তির খবর। যদিও এ রাজ্যে করোনা টিকা কম পাঠানো হয়েছে বলে আগেই অভিযোগ তুলেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়। তবে এই অভিযোগ কার্যত খারিজ করে দিয়েছে রাজ্যের বিরোধী দল বিজেপি।