রাজ্যের সব ডিএলএড কলেজে এবছর থেকেই বন্ধ অফলাইন অ্যাডমিশন, বড় ঘোষণা পর্ষদের

রাজ্যের সব ডিএলএড কলেজে এবছর থেকেই বন্ধ অফলাইন অ্যাডমিশন, বড় ঘোষণা পর্ষদের

Offline

কলকাতা: স্বচ্ছ ভাবমূর্তি তুলে ধরতে নয়া পদক্ষেপ প্রাথমিক শিক্ষা পর্ষদের। এই বছর থেকেই বন্ধ করা হচ্ছ রাজ্যের সমস্ত ডিএলএড (De.El.Ed) কলেজের অফলাইন অ্যাডমিশন। রাজ্যের কোনও সরকারি বা বেসরকারি ডিএলএড কলেজেই অফলাইন অ্যাডমিশন হবে না৷ এবার থেকে মেধাতালিকাও প্রকাশিত হবে অনলাইনেই৷ কলকাতা হাই কোর্টে এমনটাই জানাল প্রাথমিক শিক্ষা পর্ষদ। এ রাজ্যে ৪৪ টি সরকারি এবং ৬০০-র ওপর বেসরকারি ডিএলএড কলেজ রয়েছে৷ প্রতিটি কবেজেই অনলাইন অ্যাডমিশন হবে৷  বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এমনটাই জানাল পর্ষদ। 

প্রাথমিক স্তরে শিক্ষকতার জন্য ডিএলএড প্রশিক্ষণ বাধ্যতামূলক। প্রাথমিক টেট পরীক্ষা দিতে চাইলে দুই বছরের ডিএলএড কোর্স সম্পূর্ণ করতে হয়। এতদিন ডিএলএড কলেজে ভর্তির জন্য অফলাইনে অ্যাডমিশন নেওয়া হত৷ এবার সেই নিয়মেই বদল আসছে৷ এমনকী ডিএলএড কলেজে ভর্তির জন্য কেন্দ্রীয়ভাবে মেধা তালিকা প্রকাশ করা হবে বলেও জানিয়েছে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। এর ফলে টাকার বিনিময়ে কলেজগুলিতে ভর্তির প্রবণতা কিছুটা হলেও বন্ধ করা যাবে বলে মনে করা হচ্ছে।

ডিএলএড কোর্সে ভর্তির ক্ষেত্রে একাধিক অনিয়ম বন্ধ করতে পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের তরফে একাধিক পদক্ষেপ করা হয়েছে৷ পর্ষদের তরফে বলা হয়েছে, এবার থেকে কেন্দ্রীয়ভাবে কেবলমাত্র অনলাইনেই ভর্তি নেওয়া হবে। অফলাইনে ভর্তির প্রক্রিয়া সম্পূর্ণভাবে বন্ধ করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। এবার ভর্তির জন্য মেধা তালিকা প্রকাশ করবে পর্ষদ। ডিএলএড পরীক্ষার সমস্ত দায়িত্বভার গ্রহণ করল পশ্চিমবঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদ। কলেজগুলির কাজ হবে শুধু পরীক্ষা গ্রহণের ব্যবস্থাপনা করা৷  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 + six =