প্যানেলে নাম নেই, অথচ চলে এল নিয়োগপত্র! হতবাক সংসদ

প্যানেলে নাম নেই, অথচ চলে এল নিয়োগপত্র! হতবাক সংসদ

fake appointment

ডায়মন্ড হারবার: প্রাথমিক নিয়োগের মেধা তালিকায় নাম ছিল না। অথচ নাম না থাকা বেশ কিছু ব্যক্তির নামে ইস্যু হয়ে গেল নিয়োগ পত্র। সোশ্যাল মিডিয়ায় নিয়োগপত্রের সেই ছবি দেখে প্রাথমিক শিক্ষা সংসদের আধিকারিকদের চক্ষু চড়কগাছ। কারণ ভুওয়ো নিয়োগপত্রে অবিকল ভাবে নকল করা হয়েছে সই, এনভেলপের চেহারাও এক্কেবারে এক। দেখে বোঝার উপায় নেই যে এটা ভুয়ো৷ ভালো করে খতিয়ে দেখার পর কর্তারা বুঝতে পারেন যে নিয়োগ পত্রটি আসলে ভুয়ো। ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ 

২০০৯ সালে প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণ হয়েছিলেন ১৮৩৪ জন। প্রথম ধাপে ১৫০৬ জনের তালিকা প্রকাশ করে, তাঁদের হাতে নিয়োগপত্র তুলে দিয়েছিল জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ। বাকিদের নিয়োগ নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চলে। অবশেষে গত ৬ ফেব্রুয়ারি ১৮৩৪ জনের পূর্ণাঙ্গ তালিকা প্রকাশিত হয়। শুরু হয়েছে নিয়োগ প্রক্রিয়া। এরই মধ্যে ভুয়ো নিয়োগপত্র প্রকাশ্যে আসায় উদ্বেগে সংসদ৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *