বিশ্বের কনিষ্ঠ বাংলার শিক্ষক বাবরকে কুর্নিশ রাষ্ট্রপতির, দিলেন বার্তা

বিশ্বের কনিষ্ঠ বাংলার শিক্ষক বাবরকে কুর্নিশ রাষ্ট্রপতির, দিলেন বার্তা

নয়াদিল্লি:  ছাত্র বয়সে স্কুলের প্রধান শিক্ষক৷ গোটা বাংলাকে চমকে দিয়েছিলেন মুর্শিদাবাদের গাঙপুরের শিক্ষক বাবর আলী৷ এবার, দেশের সাধারণতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণ দিয়ে বাংলার শিক্ষক বাবর আলীর লড়াইকে তুলে ধরলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ 

সাধারণতন্ত্র দিবসের আগে জাতির উদ্দেশে ভাষণ দেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ৷ সংক্ষিপ্ত ভাষণে রাষ্ট্রপতি বাবর আলীর নাম তুলে ধরে জানান, বাবরের মতো শিক্ষকরা আজ দেশের শিক্ষা ব্যবস্থা এগিয়ে নিয়ে যাচ্ছেন৷ এঁদের হাত ধরে নতুন প্রজন্ম স্বপ্ন দেখবে৷

কে এই বাবর আলী?

না তিনি কোনও রাজনীতি কিংবা প্রভাবশালী নন৷ মাত্র ১৭ বছর বয়সে একটি স্বীকৃত স্কুলের প্রধানশিক্ষক পদে নিযুক্ত হয়েছেন বাবর৷  মুর্শিদাবাদের গাঙপুরের এই শিক্ষক বাড়ি থেকে প্রায় ১০ কিমি দূরে বেলডাঙা সিআরজিএস স্কুলে পড়ান৷ স্কুল থেকে বাড়ি ফেরার পথে স্কুলছুট পড়ুযাদের দেখে কিছু একটা করার চেষ্টা করেন৷ সময় নষ্ট না করে সেই স্কুল ছুট পড়ুয়াদের পড়াশুনার জগতে ফিরিয়ে আনার চেষ্টা করেন৷ খুলে ফেলেন নিজের স্কুল৷ বাড়ির পিছনে ফাঁকা জমিতে স্কুল গড়ে বাচ্চাদের খেলার ছলে পড়ানোর চেষ্টা করেন৷ নিজের বোন আমিনা ও আর ৭ স্কুলছুট পড়ুয়াকে নিয়ে শুরু করেন স্কুল৷ 

সালটা ছিল ২০০২৷ এরপর পেশায় কৃষক বাবা মহম্মদ নাসিরুদ্দিন বাবরকে ৬০০ টাকা দেন কিছু বই কেনার জন্য৷ ধীরে ধীরে বাবরের স্কুলের প্রধান শিক্ষক ও তাঁর বাবার একবন্ধু বারকে অর্থ দিয়ে সাহায্য করলেন৷ দেখতে দেখতে মাত্র বছরের মধ্যে মুর্শিদাবাদের ছেলে বাবর চালু করে দেন আনন্দ শিক্ষা নিকেতন নামের স্কুল৷ পরবর্তীকালে ওই স্কুলকে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ স্কুল হিসাবে স্বীকৃতি দেয়৷ আর সেই সুবাদে মাত্র ১৬ বছর বয়সে সরকার স্বীকৃত একটি স্কুলের প্রধান শিক্ষক হিসাবে নিযুক্ত হন বাবর আলী৷ ২০০৯ সালে বিবিসি থেকে তাঁকে বিশ্বের সবচেয়ে কনিষ্ঠ প্রধানশিক্ষক হিসাবে ঘোষণা করা হয়৷ গত বছর ৭ আগস্ট বিশ্ব শান্তি শিবির পুরস্কার পান বাবর৷

জানা গিয়েছে, বাবরের সেই স্কুল এখন মুর্শিদাবাদের শঙ্করপাড়া গ্রামের প্রধান ভরসা৷ ৭ হাজার ২০০ বর্গ ফুট জায়গা জুড়ে স্কুল বাড়িও তৈরি হয়েছে৷ স্কুলের এখন পড়ুয়ার সংখ্যা প্রায় ৮০০ জন৷ শিক্ষা প্রসারের পাশাপাশি নিজেকেও গড়ে তুলেছেন বাবর৷ কল্যাণী বিশ্ববিদ্যালয় থেকে ইংরেজিতে মাস্টার্স করে সে৷ ভবিষ্যতে ইউপিএসসি পরীক্ষায় উত্তীর্ণ হওয়ার লড়াই চালিয়ে যাচ্ছে বাবর৷ আজ সেই বাবরকে গোটা দেশের সামনে তুলে ধরলেন দেশের রাষ্ট্রপতি৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × 1 =