ram mandir
অযোধ্যা: শুরু হয়ে গিয়েছে কাউন্টডাউন৷ বছর ঘুরলেই অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন৷ সেই অনুষ্ঠানকে কেন্দ্র করে রাম জন্মভূমিতে এখন সাজোসাজো রব৷ রামপথ, ধর্মপথ, ভক্তি পথ এবং জন্মভূমি পথ-চারটি প্রধান সড়ক নির্মাণ করা হয়েছে। সেজে উঠেছে সরযূ নদীর দুই পাড়৷ মূর্তি নির্মাণ সম্পন্ন। প্রায় শেষ পর্যায়ে বিশ্বের দীর্ঘতম স্ট্যাচু নির্মাণের কাজ৷ ভোলবদলে অতিথিদের অভ্যর্থনা জানতে প্রস্তুত বিমানবন্দর৷ তৈরি হয়ে গিয়েছে নতুন রেল স্টেশনও৷ আগামী ২২ জানুয়ারি অযোধ্যায় রামমন্দিরের উদ্বোধন হবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর হাতে।
এছাড়াও আন্তর্জাতিক টার্মিনালের কাজ শুরু করা হবে। মোট চারটি উড়ালপুল তৈরির পরিকল্পনাও রয়েছে। এছাড়াও চারটি হাইওয়েকে যুক্ত করতে তৈরি করা হবে এক্সপ্রেসওয়ে৷ সব মিলিতে ৩০ ডিসেম্বর ৩ হাজার কোটি টাকার প্রকল্প উপহার দেবেন নমো। এদিকে, উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ দুই দফায় বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছেন, একমাত্র আমন্ত্রণপত্র থাকা ব্যক্তিদেরাই অযোধ্যায় প্রবেশ করতে পারবেন। অযোধ্যার জেলা প্রশাসনকে নির্দেশ, আপাতত বাল্ক বুকিং বাতিল করতে হবে৷ ২১ এবং ২২ জানুয়ারি প্রধানমন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং ভিআইপি ছাড়া বস্তুত কারও প্রবেশ নিষেধ।