কলকাতা: দেশে ক্রমবর্ধমান করোনা সংক্রমণের জেরে ইতিমধ্যেই বাতিল হয়ে গিয়েছে সিবিএসই ও আইসিএসই-র দশম শ্রেণির বোর্ড পরীক্ষা৷ স্থগিত রয়েছে দ্বাদশ৷ তবে আমাদের রাজ্যে মাধ্যমিক পরীক্ষা হবে জুন মাসে৷ তাই আপাতত পরীক্ষা বাতিল হওয়ার কোনও সম্ভাবনা দেখা যাচ্ছে না৷ বরং কোভিড বিধি মেনে নির্ধারিত সময়ে মাধ্যমিক পরীক্ষা নেওয়ার প্রস্তুতি শুরু করল রাজ্য মাধ্যমিক শিক্ষা পর্ষদ৷
আরও পড়ুন- BREAKING: কাল থেকে বন্ধ রাজ্যের সমস্ত স্কুল, এগিয়ে এল গরমের ছুটি
কোভিড পরিস্থিতি বিবেচনা করেই এবার পরীক্ষা কেন্দ্রের সংখ্যা প্রায় দ্বিগুণ বাড়ানো হয়েছে। এই বছর মাধ্যমিক পরীক্ষা দেবে প্রায় ১৩ লক্ষ পরীক্ষার্থী৷ আগামী পয়লা জুন থেকে শুরু হবে পরীক্ষা৷ ৪ হাজার ২০০টি পরীক্ষা কেন্দ্রে পরীক্ষার বন্দোবস্ত করা হবে বলে পর্ষদ সূত্রে খবর৷ ফিজিক্যাল ডিস্ট্যান্স বজায় রেখে পরীক্ষার্থীদের বসার ব্যবস্থা করা হবে৷ পাশাপাশি সম্পূর্ণ কোভিড বিধি মেনে চলার জন্য একটি সুসংহত গাইডলাইন তৈরির কাজও শুরু করে দিয়েছে পর্যদ৷
এদিকে করোনা পরিস্থিতি বিবেচনা করে ইউজিসি-নেট পরীক্ষা স্থগিত করার কথা ঘোষণা করেছেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ড. রমেশ পোখরিয়াল নিশাঙ্ক৷ তিনি বলেন, কোভিড পরিস্থিতিতে পরীক্ষার্থীদের শীরর স্বাস্থ্যের কথা বিবেচনা করে ন্যাশনাল টেস্টিং এজেন্সিকে ইউজিসি নেট স্থগিত রাখার পরামর্শ দিয়েছি৷
আরও পড়ুন- করোনার কোপে এবার জয়েন্ট, পিছিয়ে গেল পরীক্ষা
ভোট মরশুমে করোনার গ্রাসে বাংলা। প্রতিদিন নতুন করে করোনা আক্রান্ত হচ্ছেন হাজারো মানুষ। লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। করোনার দ্বিতীয় ঢেউয়ে কার্যত বেসামাল বংলা৷ সোমবার সন্ধেয় রাজ্য স্বাস্থ্য দফতরের দেওয়া হেল্থ বুলেটিন অনুযায়ী, বাংলায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ৮ হাজার ৪২৬ জন। খাস কলকাতায় একদিনে করোনা আক্রান্ত হয়েছেন ২ হাজার ২১১ জন। এই পরিস্থিতির মধ্যে ফের বন্ধ হয়ে গিয়েছে স্কুল৷