pratul mukhopadhyay
কলকাতা: শরীর ভালো নেই তাঁর৷ অসুস্থতার খবর পেয়েই শিল্পীকে দেখতে এসএসকেএম হাসপাতালে গিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ শিল্পীর কেবিনে দীর্ঘক্ষণ সময়ও কাটান মুখমন্ত্রী। সেখানে বসেই প্রতুল মুখোপাধ্যায়ের কণ্ঠে শুনলেন ‘আমি বাংলায় গান গাই’, আমি বাংলার গান গাই…’। এই গান যেন প্রতিটি বাঙালির বাঙালিয়ানার ‘সিগনেচার টিউন’।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে হাসপাতালের ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছেন৷ সেখানে দেখা যাচ্ছে, হাসপাতালের বেডে বসে রয়েছেন শিল্পী প্রতুল মুখোপাধ্যায়। ডান হাতে লাগানো ইনজেকশনের চ্যানেল৷ সেই অবস্থাতেই খোলা কন্ঠে গাইছেন ‘আমি বাংলায় গান গাই’। তাঁর বেডের উল্টো দিকে বসে রয়েছেন মুখ্যমন্ত্রী৷
শিল্পী যখন ‘বাংলাই দেখি স্বপ্ন’ বলে সুর চড়ান, তখন সঙ্গে সঙ্গেই মমতা বলে ওঠেন, ‘‘আবার জোরে গাইছেন?’’ মুখ্যমন্ত্রী পরম আত্মীয়ের মতো বকুনি দিলেও, শিল্পী বলে ওঠেন, ‘কিচ্ছু হবে না।’ এর পর শিল্পী যখন ‘বাংলা আমার জীবনানন্দ, বাংলা প্রাণের সুখ’ লাইনটি গাইছেন তখন গুনগুন করে ওঠেন মমতাও। গান শেষে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, “আপনার ছাত্রীটা কেমন?”