বাংলায় ১ নম্বর দল হবে বিজেপি! নয়া স্ট্র্যাটেজি ফাঁস প্রশান্ত কিশোরের

বাংলায় ১ নম্বর দল হবে বিজেপি! নয়া স্ট্র্যাটেজি ফাঁস প্রশান্ত কিশোরের

prashant kishore

কলকাতা: পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসকে টপকে এক নম্বর দল হবে বিজেপি! তৃণমূল নামবে ২ নম্বরে৷ এমনই ভবিষ্যতবাণী করে দিলেন ভোটকুশলী প্রশান্ত কিশোর৷ কিন্তু কোন অঙ্ক কষে এমন কথা বললেন তিনি? যা নিয়ে বাংলার রাজনৈতিক মহলে জোর জল্পনা৷ সম্প্রতি সংবাদসংস্থা পিটিআই-কে দেওয়া সাক্ষাৎকারে ভোটকুশলী প্রশান্ত কিশোর দাবি করেছেন, দক্ষিণ এবং পূর্ব ভারতে বিজেপি চমকে দেওয়ার মতো ফলাফল করবে। এমনকী বাংলাতে বিজেপি ১ নম্বর দল হয়ে সাংসদে আসবে বলেও বড় দাবি করেন প্রশান্ত কিশোর। এছাড়া পূর্ব ভারতের ওড়িশাতেও বিজেপির ফল গতবারের তুলনায় ভালো হবে বলে দাবি করেছেন পিকে৷ 

২০১৯ সালে পশ্চিমবঙ্গে ৪২টি লোকসভা আসনের মধ্যে ১৮টি আসনে জিতেছিল বিজেপি। এদিকে তৃণমূল কংগ্রেস জয়ী হয়েছিল ২০টি আসনে। এদিকে ভোট শতাংশের নিরিখে বিজেপি পেয়েছিল ৪০ শতাংশ ভোট। তৃণমূলের থেকে মাত্র ৩ শতাংশ কম ভোট পেয়েছিল তারা। সেই ফলাফল নাকি অনায়াসে এবার বিজেপি ছাপিয়ে যেতে পারে বাংলায়। এমনটাই পূর্বাভাস প্রশান্ত কিশোরের। অন্যদিকে বাংলার প্রতিবেশী রাজ্য ওড়িশায় লোকসভা নির্বাচনে বিজেডির ঘাড়েই নিঃশ্বাস ফেলেছিল বিজেপি। তবে এবার লোকসভা ভোটে বিজেডিকে পদ্ম শিবির পিছনে ফেলে দিতে পারে বলেও দাবি করেছেন পিকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

thirteen − two =