দুশোর বেশি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, ২০৮১ জনকে চাকরি পাইয়ে দেন ‘মিডলম্যান’ প্রসন্ন

দুশোর বেশি অ্যাকাউন্টে কোটি কোটি টাকা, ২০৮১ জনকে চাকরি পাইয়ে দেন ‘মিডলম্যান’ প্রসন্ন

prasanna roy

কলকাতা: সিবিআই-এর পর নিয়োগ দুর্নীতি মামলা ইডির হাতে গ্রেফতার ‘মিডিলম্যান’ প্রসন্ন রায়। টাকার বিনিময়ে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগে জামিনে মুক্ত প্রসন্নকে গ্রেফতার করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট-এর আধিকারিকরা৷ আদালতে ইডি-র দাবি, মোটা টাকার বিনিময়ে ‘অযোগ্য’ চাকরিপ্রার্থীদের নিয়োগপত্র দিয়েছেন প্রসন্ন রায়। কোটি কোটি টাকার বিনিময়ে ২ হাজারের বেশি জনকে চাকরি পাইয়ে দেওয়ার অভিযোগ উঠেছে প্রসন্নর বিরুদ্ধে। ইডি সূত্রে দাবি, অযোগ্যদের চাকরি পাইয়ে দিতে ১০০ কোটির বেশি টাকা তুলেছিলেন তিনি৷ 

আদালতে ইডি-র আইনজীবী জানান, দুশোর বেশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট রয়েছে প্রসন্নর। যেখানে কোটি কোটি টাকা ঢুকেছে৷ মোট ২ হাজার ৮১ জনকে চাকরি পাইয়ে দিয়েছেন তিনি। এর মধ্যে নবম-দশমে প্রায় ১ হাজার ১৩৫ জন এবং একাদশ-দ্বাদশে ৯৪৬ জন অযোগ্য প্রার্থী চাকরি করছেন। শুধু তাই নয়, প্যানেলের মেয়াদ উর্ত্তীণ হওয়ার পর ১৮৩ জন প্রার্থীকে নিয়োগপত্র পাইয়ে দিয়েছিলেন পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ প্রসন্ন। প্রসন্নর বাড়ি ও অফিসে তল্লাশি চালিয়ে চারশোর বেশি দলিল ও নথিপত্র উদ্ধার করেছেন কেন্দ্রীয় তদন্তাকারী আধিকারিকরা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

three × 2 =