বিনামূল্যে ৫ কেজি চাল ও ১ কেজি ডাল দেবে কেন্দ্র, ঘোষণা অর্থমন্ত্রীর

গতকালই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর ঘোষণা করেছিলেন সরকার ৮০ কোটি দেশবাসীর জন্য ৩ টাকা কিলোগ্রাম দরে চাল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী অন্ন যোজনা। যার মাধ্যমে দেশের দু'-তৃতীয়াংশ মানুষ বিনামূল্যে চাল ও ডাল পাবেন। আগামী তিন মাসের জন্য চালু থাকবে এই যোজনা।

নয়াদিল্লি: গতকালই কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভেদকর ঘোষণা করেছিলেন সরকার ৮০ কোটি দেশবাসীর জন্য ৩ টাকা কিলোগ্রাম দরে চাল দেওয়ার কথা ঘোষণা করেছিলেন। বৃহস্পতিবার কেন্দ্রীয় অর্থমন্ত্রী ঘোষণা করলেন প্রধানমন্ত্রী অন্ন যোজনা। যার মাধ্যমে দেশের দু'-তৃতীয়াংশ মানুষ বিনামূল্যে চাল ও ডাল পাবেন। আগামী তিন মাসের জন্য চালু থাকবে এই যোজনা।

কোভিড ১৯ মোকাবিলায় জারি হয়েছে ২১ দিনের লক ডাউন। এই পরিস্থিতিতে সাধারণ জনসাধারণের কথা ভেবে প্রধানমন্ত্রী গরিব কল্যাণ প্যাকেজের ঘোষণা করলেন অর্থমন্ত্রী নির্মলা সিতারামন। বৃহস্পতিবার সাংবাদিক বৈঠকে অর্থমন্ত্রকের তরফে বলা হয়েছে, 'যেহেতু নরেন্দ্র মোদী বরাবর বলে এসেছেন, তাঁর সরকার সাধারণ, দরিদ্র, বঞ্চিত, শোষিত মানুষের হয়ে কাজ করবে। সেই সূত্রে প্রায় ১ লক্ষ ৭০ হাজার টাকার গরিব কল্যাণ প্যাকেজের সিদ্ধান্ত নিয়েছে সরকার।' এই প্যাকেজের সবার প্রথমে যে বিষয়ের ওপর সরকার জোর দিয়েছে, তা হল, এই টালমাটাল পরিস্থিতিতে দেশের কেউ যেন অভুক্ত না থাকেন। সামান্য চাল-ডাল যেন পান তাঁরা, সেই ব্যবস্থা করেছে কেন্দ্র সরকার। এই যোজনা অনুযায়ী আগামী তিন মাস পর্যন্ত ৮০ কোটি দেশবাসী ৫ কিলোগ্রাম চাল পাবেন। এছাড়াও প্রতি পরিবার পিছু এক কিলোগ্রাম করে ডালও পাবেন তাঁরা। ডাল নেওয়ার ক্ষেত্রে দেশবাসী নিজের পছন্দমতো ডাল নেওয়ার সুযোগ পাবেন। এই সুবিধা বিনামূল্যেই পাবেন ৮০ কোটি মানুষ। দু'বারের কিস্তিতে দেওয়া হবে চাল ও ডাল।

এছাড়াও বুধবার সাংবাদিক বৈঠকে প্রকাশ জাভেদকর বলেন, 'কেন্দ্র সরকার দেশের ৮০ কোটি মানুষ ২ টাকা কিলোগ্রাম দরে গম এবং ৩ টাকা কিলোগ্রাম দরে চাল পাবেন।' এছাড়াও তিনি জানান, 'খাদ্য দফতরের হিসেবে ২৭ টাকা প্রতি কেজি গমে যেখানে খরচ হয়, তা দেওয়া হবে ২ টাকা কেজি দরে। চালের দাম যেখানে ৩৭ টাকা প্রতি কেজি, সেখানে মাত্র ৩ টাকা কেজি দরে দেওয়া হবে চাল।' মঙ্গলবার প্রধানমন্ত্রী গোটা দেশ জুড়ে ২১ দিনের লক ডাউন পরিস্থিতি জারি করার পরই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছিলেন তিনি। বৃহস্পতিবার অর্থমন্ত্রীর ঘোষিত প্রধানমন্ত্রী অন্নধন যোজনা এই পরিস্থিতিতে সাধারণ মানুষকে কিছুটা হলেও স্বস্তি দেবে বলে মনে করছেন নেটিজেনরা।
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =