ppf scheme
কলকাতা: আপনার কি পাবলিক প্রভিডেন্ট ফান্ড (পিপিএফ)-এ অ্যাকাউন্ট আছে? তাহলে এই খবর আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ৷ পাবলিক প্রভিডেন্ট ফান্ড স্কিম সবচেয়ে জনপ্রিয় দীর্ঘমেয়াদী সঞ্চয়গুলির মধ্যে অন্যতম৷ এখানে আর্থিক নিরাপত্তা যেমন রয়েছে, তেমনই রয়েছে ভালো রিটার্ন এবং ট্যাক্স সঞ্চয়ের সুযোগ৷ যাঁরা পিপিএফ-এ বিনিয়োগ করছেন তাঁদের অবশ্যই একটা বিষ মনে রাখতে হবে, যে কোনও মাসের পাঁচ তারিখটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, ৫ তারিখের পর যদি আপনি টাকা বিনিয়োগ করেন তাহলে লাখ লাখ টাকার ক্ষতি হতে পারে। সিঙ্গেল অ্যাকাউন্টে বিনিয়োগ করলে অবশ্যই ৫ তারিখের আগে টাকা জমা দিতে হবে। কিন্তু কেন? চলুন দেখে নেওয়া যাক-
পিপিএফ অ্যাকাউন্টে কত সুদ হবে, তা প্রতি মাসের ৫ তারিখেই গণনা করা হয়। যদি পিপিএফ বিনিয়োগকারীরা আর্থিক বছরের জন্য একবারে টাকা বিনিয়োগ করে থাকেন, সেক্ষেত্রে বেশি অর্থ উপার্জনের জন্য ৫ এপ্রিলের আগে বার্ষিক টাকা জমা করতে হবে। এতে গোটা মাসের সুদ পুরোটাই পকেটে পুরতে পারবেন বিনিয়োগকারীরা৷
পিপিএফ অ্য়াকাউন্টে বিনিয়োগকারীরা এপ্রিল- জুন ২০২৪ ত্রৈমাসিকের জন্য বার্ষিক ৭.১ শতাংশ হারে সুদ পাচ্ছেন। এই হারে পিপিএফ অ্যাকাউন্টে যদি ১৫ বছর টাকা সঞ্চিত রাখা হয়, তাহলে প্রতি বছর দেড় লক্ষ টাকা জমার উপর ১৮.১৮ লক্ষ টাকা সুদ পাবেন গ্রাহকরা৷
অথচ কোনও গ্রাহক যদি ৫ তারিখের পর পিপিএফ অ্যাকাউন্টে টাকা জমা করেন, তাহলে তিনি ১৫.৮৪ লক্ষ টাকা সুদ পাবেন। অর্থাৎ বছরে একবার বিনিয়োগের ক্ষেত্রে ৫ এপ্রিলের পর টাকা দিলে, একজন পিপিএফ অ্যাকাউন্টধারীর ১৫ বছরের মেয়াদে ২.৬৯ লক্ষ টাকা কম পাবেন।