করোনা কাঁটায় লাটে কেন্দ্রের ‘পদ্ম’ সম্মান সূচি, জারি বিবৃতি

পদ্ম সম্মান প্রদানের পূর্ব নির্ধারিত দিন ছিল আগামী ২৬ মার্চ এবং ৩ এপ্রিল। করোনা আতঙ্কে, তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল। 

নয়াদিল্লি: করোনা আতঙ্কের জেরে দেশের সমস্ত প্রতিষ্ঠানেই কার্যত অচলাবস্থা। এই তালিকায় রয়েছে রাষ্ট্রপতি ভবন। যেখানে আগেই বহিরাগতদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছিল। এবার সুরক্ষা ও সতর্কতার কথা মাথায় রেখে পদ্ম সম্মান প্রদানের অনুষ্ঠান স্থগিত করে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হল। শনিবার স্বরাষ্ট্র মন্ত্রকের পক্ষ থেকে এক বিবৃতিতে  এখবর জানানো হয়েছে। পদ্ম সম্মান প্রদানের পূর্ব নির্ধারিত দিন ছিল আগামী ২৬ মার্চ এবং ৩ এপ্রিল। করোনা আতঙ্কে, তা অনির্দিষ্টকালের জন্য পিছিয়ে দেওয়া হল। 

প্রতি বছর সাধারণতন্ত্র দিবসের দিনে পদ্ম সম্মান প্রাপকদের নাম ঘোষণা করা হয়। এর মধ্যে থাকে পদ্মশ্রী, পদ্মভূষণ ও পদ্মবিভূষণ সম্মান। এবছর তালিকায় রয়েছে ১৪১ জনের নাম।  যার মধ্যে পদ্মশ্রী ১১৮ জন, ১৬ জন পদ্মভূষণ এবং ৭ জন পদ্মবিভূষণ সম্মানে সম্মানিত হবেন।

গত বুধবারই করোনা ভাইরাসকে ‘বিশ্বব্যাপী মহামারী’ ঘোষণা করেছে বিশ্বস্বাস্থ্য সংস্থা। এদিকে ভারতেও আক্রান্তের সংখ্যা প্রতিদিন বাড়ছে। করোনা আক্রান্তদের মধ্যে দু’জনের মৃত্যুও হয়েছে। করোনায় মৃত্যু হলে পরিবারকে চার লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার কথাও ঘোষণা করেছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক। পরিস্থিতি মোকাবিলায় ইতিমধ্যেই করোনাকে ‘বিপর্যয়’ ঘোষণা করেছে কেন্দ্র। এই পরিস্থিতিতে যেকোনো ধরনের জমায়েত এড়াতে সভা-সমাবেশ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে হু। সেই নির্দেশিকা মেনেই  পদ্ম সম্মান প্রদানের অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

প্রসঙ্গত, গত শুক্রবার রাষ্ট্রপতি ভবনের ট্যুইটার হ্যান্ডেল থেকে জানানো হয়েছিল, আপাতত বন্ধ থাকছে রাষ্ট্রপতি ভবন ও তার সংলগ্ন পার্কের গেট।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 2 =