‘রাহুল রাবণ’, পালটা ‘মোদানব’ মোদী, নির্বাচনের আগে পোস্টার যুদ্ধে কংগ্রেস-বিজেপি

‘রাহুল রাবণ’, পালটা ‘মোদানব’ মোদী, নির্বাচনের আগে পোস্টার যুদ্ধে কংগ্রেস-বিজেপি

Rahul Rabban

নয়াদিল্লি:  সোশ্যাল মিডিয়ায় ভাইরাল রাবণের ছবি৷ তবে এই রাবণ রামায়ণের নয়৷ দশটি মাথায় রাহুল গান্ধীর দশ মুখ বসিয়ে রাবণের ছবি বানিয়েছে বিজেপি৷ রাহুলকে ‘নতুন যুগের রাবণ’ বলে আখ্যা দিয়ে প্রচারও শুরু করে দিয়েছে গেরুয়া শিবির৷ বিজেপি’র দাবি, ‘নতুন যুগের রাবণ দুষ্ট। তিনি ধর্মের বিরোধী। রামের বিরোধী। লক্ষ্য, ভারতকে ধ্বংস করা।’

এদিকে, রাবণরূপী রাহুলের পোস্টার প্রকাশ্যে আসতেই শুরু হয়েছে যুযুধান দুই শিবিরের বাকযুদ্ধ৷ বিজেপির পোস্টারের পালটা দিয়েছে কংগ্রেসের৷ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দানব সাজিয়ে নয়া ছবি প্রকাশ করেছে হাত শিবির। যা নিয়ে শুরু হয়েছে জোর তরজা৷ 

২০২৪-এ লোকসভা নির্বাচন৷ তার আগেই বেশ কয়েকটি রাজ্যে বিধানসভা ভোট৷ সেখানে মুখোমুখি লড়বে দুই দল৷ বাড়তে শুরু করেছে আক্রমণের ঝাঁঝ৷ তারই মাঝে পোস্টার দ্বন্দ্বে জড়িয়ে পড়ল কংগ্রেস ও বিজেপি।

এর আগেও রাহুলের বিকৃত পোস্টার ছেপেছে বিজেপি৷ রাহুলকে ‘পাপ্পু’ সাজিয়ে আক্রমণ শানায় গেরুয়া শিবির। এ বার তাঁকে ‘রাবণ’ সাজানো হল৷ পাশাপাশি রাহুল আমেরিকার ধনকুবের জর্জ সোরোসের মদতে কাজ করছেন বলেও অভিযোগ বিজেপি’র। এই সোরোস নরেন্দ্র মোদীর সমালোচনা করেছিল৷ তাঁর সঙ্গে আদানি গোষ্ঠীর যোগাযোগ নিয়েও প্রশ্ন তুলেছিলেন। 

এবার ঠিক সিনেমার পোস্টারের আদলে একটি ছবি প্রকাশ করেছে বিজেপি। সেখানে রাবণের মুখের আদলে রাহুল গান্ধীর মুখ বসানো হয়েছে। সেই পোস্টারে লেখা হয়েছে, কংগ্রেস পার্টির তৈরি রাবণ। ছবিটির পরিচালনায় জর্জ সোরস। সঙ্গে সেখা, “এই হল নতুন যুগের রাবণ। শয়তান, ধর্মবিরোধী, রাম বিরোধী। এর মূল লক্ষ্যই হল ভারতকে ধ্বংস করা।”

পাল্টা মোদানবের ছবি বানিয়ে কংগ্রেসের তরফে লেখা হয়েছে, ‘‘নতুন যুগের মোদানভ। যে শয়তান। গণতন্ত্র বিরোধী। সংবিধান বিরোধী। মানুষ বিরোধী। মানবতা বিরোধী।তার একমাত্র লক্ষ্য ভারত এবং ইন্ডিয়ার ধারণাকে ধ্বংস করা।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *