‘চোর সৌমিত্র খাঁ দূর হাটো’, বাঁকুড়া জুড়ে পোস্টার! দলীয় কর্মীদের ক্ষোভ?

‘চোর সৌমিত্র খাঁ দূর হাটো’, বাঁকুড়া জুড়ে পোস্টার! দলীয় কর্মীদের ক্ষোভ?

poster

বিষ্ণুপুর: দলের অন্দরেই বিক্ষোভের মুখে বিষ্ণুপুরের সাংসদ সৌমিত্র খাঁ৷ কেন্দ্রীয় মন্ত্রী সুভাষ সরকারের পর সৌমিত্র৷ সুভাষ সরকারে বিরুদ্ধে বিজেপি কর্মীদের একাংশের ক্ষোভে যখন উত্তেজনা বাঁকুড়ায়, তখন আরও এক বিজেপি সাংসদের বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ। বৃহস্পতিবার সাত-সকাল থেকেই বিষ্ণুপুরের বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ-এর বিরুদ্ধে পোস্টারে ছয়লাপ এলাকা। কোথাও কোথাও তো তাঁকে ‘চোর’ বলেও সম্বোধন করা হয়েছে। সাংসদের বিরুদ্ধে বিধানসভায় টিকিট বিক্রির বিস্ফোরক অভিযোগও আনা হয়েছে। স্থানীয় বিজেপি কর্মীদের একাংশের গলায় সৌমিত্র বিরোধিতার সুর স্পষ্ট৷ যদিও এই ঘটনাকে দলীয় বিক্ষোভ মানতে নারাজ গেরুয়া শিবির৷ বরং পোস্টারকাণ্ডের পিছনে তৃণমূলের হাত দেখছে বিজেপি। যদিও সেই অভিযোগ অস্বীকার করেথে তৃণমূল।


লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই বাঁকুড়ায় প্রকট হচ্ছে বিজেপির অন্তর্কলহ। বাঁকুড়ার বিজেপি সাংসদ তথা কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের বিরুদ্ধে জেলাজুড়ে ক্ষোভ বাড়ছে বিজেপির নিচু তলার কর্মীদের মধ্যে। এমনকী কেন্দ্রীয় প্রতিমন্ত্রীতে তালাবন্দিও করে রাখা হয়েছিল। এবার বিষ্ণুপুর লোকসভা এলাকায় সাংসদ সৌমিত্র খাঁ-র বিরুদ্ধে উপচে পড়ল ক্ষোভ৷ বিধানসভার টিকিট বিক্রির অভিযোগ তুলে দেওয়ালে সাঁটা হল পোস্টার। এটুকুই নয়৷ ওই পোস্টারে সাংসদের চরিত্র নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। তবে কে বা কারা এই কাজ করেছে তা এখনও স্পষ্ট নয়। এ বিষয়ে এখনও সৌমিত্র খাঁয়ের কোনও প্রতিক্রিয়া মেলেনি৷

যদিও এই ঘটনার জন্য তৃণমূলকে কাঠগড়ায় তুলে বিজেপির গঙ্গাজলঘাটির ব্লক সভাপতি রাজু তিওয়ারি বলেন, “আমি পোস্টার দেখিনি। তবে এটা বুঝেছি যে তৃণমূল কতটা নিচে নামতে পারে। পঞ্চায়েত ভোটেই ওরা বুঝে গিয়েছে যে গঙ্গাজলঘাটিতে ওদের পায়ের তলায় জমি শক্ত নেই। ওরা জানে যে সৌমিত্র খাঁ টিকিট পেলে এই তিনটি জায়গাতেই উনি প্রায় ১৫ হাজার ভোটে লিড করবেন৷ সেই কারণেই দুর্নামের চেষ্টা করা হচ্ছে।” 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *