মাত্র ৩দিনেই স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ তুলে নিলেন  পুনম পাণ্ডে

গত ১ সেপ্টেম্বর চুপিসাড়ে সাত পাকে বাঁধা পড়েন পুনম পাণ্ডে ও স্যাম বম্বে। ১০ তারিখ এই খবর প্রকাশ্যে আনেন তাঁরা। কিন্তু তারপরেই ২১ সেপ্টেম্বর প্রেমিক তথা স্বামীর বিরুদ্ধে গোয়ার ক্যানাকোনাথানায় যৌন নিগ্রহের অভিযোগ জানান বি-গ্রেড অভিনেত্রী। হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য নগ্ন হওয়া পুনম। এর ২ দিন পর সংবাদ মাধ্যমের কাছে অভিনেত্রী পুনম জোর গলায় বলেন, তিনি বিয়ের সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন।

মুম্বই: ‘কতই রঙ্গ দেখি দুনিয়ায়!’ দীর্ঘ প্রেমের সম্পর্কের পর পরিণয়ের বাঁধনে জড়িয়েছিলেন অ্যাডাল্ট অভিনেত্রী পুনম পাণ্ডে। কিন্তু বিয়ের ঠিক ২১ দিন পরই স্বামীর বিরুদ্ধে যৌন নিগ্রহের অভিযোগ আনেন পুনম। সেই হিসাবে হাজতবাসও হয় তাঁর স্বামী স্যাম বম্বের। কিন্তু এক সপ্তাহের মধ্যেই, আবার সেই অভিযোগ তুলেও নিলেন রাতের অপ্সরা পুনম পাণ্ডে। বর্তমানে মনোমালিন্য ভুলে গিয়ে স্বামীকে হাজত থেকে বের করে পুনম আবারও সুখের সংসারে ফিরেছেন।

গত ১ সেপ্টেম্বর চুপিসাড়ে সাত পাকে বাঁধা পড়েন পুনম পাণ্ডে ও স্যাম বম্বে। ১০ তারিখ এই খবর প্রকাশ্যে আনেন তাঁরা। কিন্তু তারপরেই ২১ সেপ্টেম্বর প্রেমিক তথা স্বামীর বিরুদ্ধে গোয়ার ক্যানাকোনাথানায় যৌন নিগ্রহের অভিযোগ জানান বি-গ্রেড অভিনেত্রী। হানিমুনে গিয়ে স্বামীর বিরুদ্ধে পুলিশের কাছে এফআইআর দায়ের করেন সোশ্যাল মিডিয়ায় ভক্তদের জন্য নগ্ন হওয়া পুনম। এর ২ দিন পর সংবাদ মাধ্যমের কাছে অভিনেত্রী পুনম জোর গলায় বলেন, তিনি বিয়ের সম্পর্ক ভেঙে ফেলার সিদ্ধান্ত নিয়েছেন। তিনি বলেন, “আমি তাঁর কাছে ফিরে যাওয়ার পরিকল্পনাও করছি না। আমি মনে করি না এমন এক ব্যক্তির কাছে ফিরে আসা একটি সঠিক ও স্বাস্থ্যকর ধারণা, যে আমাকে পরিণতির কথা চিন্তা না করেই পশুর মতো মারধর করেছেন।” কিন্তু এসব বলার ৩ দিনের মাথাতেই সমস্ত কিছু ভুলে গেলেন পুনম। সব সমস্যার শেষ করে আবারও একসঙ্গে থাকার সিদ্ধান্ত নিয়েই ফেললেন।

পুনম ও স্যাম

স্ত্রীয়ের অভিযোগের পর সোশ্যাল মিডিয়ার প্রোফাইল থেকে বিয়ে, এনগেজমেন্টের যাবতীয় ছবি ডিলিট করে দেন স্যাম। কিন্তু হঠাৎই শনিবার রাতে স্যাম বম্বে নিজের ইনস্টাগ্রাম হ্যান্ডেলে স্ত্রী পুনমের সঙ্গে আবারও একটি ছবি পোস্ট করেন, যদিও সেই পোস্টে কোনও ট্যাগলাইন ব্যবহার করেননি তিনি। কিন্তু এরপরই স্যাম ও পুনমের ফের একত্রিত হওয়ার জল্পনা শুরু হয়। এরপর একটি সংবাদ মাধ্যমের পক্ষ থেকে এ বিষয়ে পুনমের মন্তব্য জানতে চাওয়ায় নায়িকা যা জানায়, তা অবশ্যই চমকপ্রদ।

একাধিক একাকী পুরুষের রাতের সঙ্গী পুনম জানান, “আমরা নিজেদের মধ্যে সব মনোমালিন্য ভুলে আবারও একজোট হওয়ার সিদ্ধান্ত নিয়েছি। বলতে পারেন- আমরা আবার এক হয়ে গেলাম। আসলে কি জানেন, আমরা একে অপরকে এতটাই ভালোবাসি, আসলে পাগলের মতো ভালোবাসি, তাই (ছেড়ে থাকতে পাররলাম না)। আর সত্যি বলতে সব বিয়েতেই তো চড়াই-উতরাই থাকে।” এরপরেই পুনমের পার্টনার স্যাম বলেন, “সবকিছু ঠিক হয়ে গিয়েছে, আসলে অযথা ব্যাপারটা বাড়াবাড়ি পর্যায়ে চলে গিয়েছিল, যা উচিত হয়নি। তবে আর আমরা দুজন দুজনকে ছাড়ছি না।” আপাতত গোয়াতেই রয়েছেন, খুব শীঘ্রই মুম্বই ফিরে সংসার সামলাবেন দুজনে, একথা সাফ জানিয়ে দিলেন পুনম।

অন্যদিকে, এই ঘটনার পর নেটিজেনদের মধ্যে অন্য একটি জল্পনা শুরু হয়েছে। তাদের অনেকেই মনে করছেন, যেহেতু এঁরা দুজনে বিগ বসের নতুন সিজনে যোগ দিতে চলেছেন, তাই তার আগে এই ঘটনা থেকে পাবলিসিটি কুড়াতে চাইলেন, যাতে তাঁরা সফলও হলেন। এই বিষয়ে পুনম অবশ্য বলেছেন, “এটা সম্পূর্ন ভুয়ো। আমি বিগ বসে যোগ দিচ্ছি না। আমি ওই শোয়ে যোগ দেওয়ার জন্য খুবই নগন্য একজন মানুষ।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 − one =