জানেন মাসে কত কামান তৈমুরের ন্যানি? শাহরুখের ম্যানেজারের বার্ষিক আয়ই বা কত? জানলেই চক্ষুচড়কগাছ

জানেন মাসে কত কামান তৈমুরের ন্যানি? শাহরুখের ম্যানেজারের বার্ষিক আয়ই বা কত? জানলেই চক্ষুচড়কগাছ

pooja dadlani

মুম্বই: সেলিব্রিটি মহলের চাকচিক্যই আলাদা৷ তারকাদের সাম্রাজ্যে সবটাই যেন রাজকীয়৷ স্টারকিডদের ন্যানি থেকে তারকাদের ম্যানেজার, যে হারে বেতন পান, তা শুনলে মধ্যবিত্তদের চোখ কপালে উঠবেই৷ 

সইফ আলি খান ও করিনা কাপুর খানের সন্তানদের ন্যানির কথাই বলা যাক৷ নবাব দম্পতির দুই সন্তান-তৈমুর এবং জাহাঙ্গীর৷ বাবা-মা দু’জনেই ব্যস্ত৷ তাই তাঁদের সন্তানদের দেখভালের দায়িত্ব ন্যানিরই৷ কিন্তু জানেন কি ছেলেদের দেখাশোনা করার জন্য ন্যানিকে মাসে কত টাকা বেতন দেন সইফিনা? শুনলে চমকে যাবেন বইকি৷ 

ন্যানিদের বেতন নিয়ে একবার নবাব ঘরণীকে প্রশ্ন করা হয়েছিল। যদিও প্রত্রপাট সেই প্রশ্ন খারিজ করে দিয়েছিলেন তিনি৷ তবে এসব কথা বেশিদিন লুকোছাপাও থাকে না৷ বিভিন্ন সর্বভারতীয় সংবাদমাধ্যমে প্রকাশিত হয়েছে তাঁর সন্তানদের পরিচারিকার বেতনের তথ্য। শুধু মোটা অঙ্কের বেতনই নয়, ন্যানিদের জন্য রয়েছে নির্দিষ্ট ড্রেসকোড। সব সময় ফিটফাট হতে থাকতে হয় তাঁদের। এই ন্যানিদের শিক্ষাগত যোগ্যতাও উল্লেখযোগ্য৷ 

জানা গিয়েছে, মাসে এক লক্ষ ৭৫ হাজার থেকে প্রায় আড়াই লক্ষ টাকা ন্যানিকে দিয়ে থাকেন সইফিনা। সঙ্গে ঘোরাফেরাও ফ্রি৷ বিদেশ সফরও কমবার হয়নি৷ কারণ তারকা যুগল যখনই সন্তানদের নিয়ে বাইরে বা ভিনদেশে যান, তখন তাঁদের সফরসঙ্গী হন ন্যানি৷ এটুকুই নয়৷ বাড়তি সময় কাজ করার জন্য বাড়তি টাকাও পেয়ে থাকেন তাঁরা৷ দুই ছেলের যাবতীয় বিষয়ে নজর রাখেন এই ন্যানিই। মাঝেমধ্যে ন্যানিও বদল করেন করিনা। তবে ছেলেদের দায়িত্ব সঁপার আগে ন্যানিদের যোগ্যতা ভালোভাবে পরখ করে নেন নায়িকা৷ 

আর তারকাদের ম্যানেজারদের প্রসঙ্গ উঠলে, সবার আগে চলে আসে শাহরুখ খানের ম্যানেজার পূজা দাদলানির কথা৷ তিনি এক কথায় কিং খানের ছায়াসঙ্গী৷ বাদশার ভালোমন্দের খেয়ালও বরাবর রাখেন তিনি৷ পাশাপাশি তিনি কখন কোথায় যাবেন, কী করবেন, সব কিছুর দায়িত্বই শক্ত হাতে সামলান পূজা৷  ২০১২ সাল থেকে শাহরুখের ম্যানেজার পদে রয়েছেন তিনি। 

মহারাষ্ট্রের আরডি অ্যান্ড এসএইচ ন্যাশনাল কলেজ অ্যান্ড এসডব্লিউএ সায়েন্স কলেজ থেকে মাস কমিউনিকেশনে স্নাতক পূজা। তিনি বাদশার পরিবারের সদস্যের মতো৷ কিন্তু জানেন কি, শাহরুখ খানের ম্যানেজারের বেতন কত? 

সে প্রসঙ্গে যাওয়ার আগে বলি পূজার বাড়ির খবর৷ জানেন কি স্বামীর ম্যানেজারের বাড়ি নিজের হাতে সাজিয়েছেন শাহরুখ-পত্নী গৌরী খান। বান্দ্রায় অভিজাত পাড়ায় রয়েছে তাঁর সেই বাড়ি৷ আর শাহরুখের ম্যানেজার হিসাবে প্রতি বছর পূজা হাতে পান ৭ থেকে ৯ কোটি টাকা! যা সাধারণ মানুষের স্বপ্নেরও বাইরে৷ শাহরুখের ম্যানেজার হওয়ার পর ৪৫ থেকে ৫০ কোটি টাকার সম্পত্তি তৈরি করেছেন পূজা। রয়েছে নীল রঙের দামি মার্সিডিজ বেঞ্চ৷ 

তবে শুধু শাহরুখ নয়, গৌরী, সুহানা, আরিয়ান থেকে আব্রাম- কারেরই পূজাকে ছাড়া চলে না৷ আরিয়ান যখন মাদককাণ্ডে ফেঁসে গিয়েছিলেন, তখন বাদশার পরিবারের পাশে সবসময় ছিলেন পূজা৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 15 =