বিকল EVM, বোমার শব্দে শুরু নির্বাচন! রাজনৈতিক সংঘর্ষে হুলুস্থুল হাওড়া

বিকল EVM, বোমার শব্দে শুরু নির্বাচন! রাজনৈতিক সংঘর্ষে হুলুস্থুল হাওড়া

হাওড়া: চতুর্থ দফার নির্বাচনকে কেন্দ্র করে হুলুস্থুল হাওড়া৷ সকাল থেকেই শুরু বিক্ষিপ্ত অশান্তি৷ সকাল-সকাল বোমার শব্দে কাঁপল ভোটের উৎসব৷ দিকে দিকে ইভিএম বিকল৷ তৃণমূল-বিজেপির সংঘর্ষের মধ্য দিয়ে গণতন্ত্রের উৎসবে আমজনতা৷

ভোট শুরু হতেই উত্তর হাওড়ায় বোমাবাজির অভিযোগ ওঠে৷ ঘটনার জেরে এলাকায় উত্তেজনা ছড়ায়৷ ঘটনাস্থলে যায় গোলাবাড়ি থানার বিশাল পুলিশবাহিনী৷ কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরাও ঘটনাস্থলে যায়৷ অন্যদিকে, ভোট শুরুতেই একাধিক বুথে বিকল ইভিএম৷ আন্দুলের পোদরা শিবতলা স্কুল, বুথ নম্বর ২, ইভিএম খারাপ৷ উলুবেড়িয়া পুরসভার ২০ নম্বর ওয়ার্ডের ১৭৪ নং বুথের ইভিএম মেশিন খারাপ৷ রঘুদেবপুরের ৩৮ নম্বর বুথে ইভিএম খারাপ৷ খলিশানী ৮ নং বুথে ইভিএম বিকল৷ লালবাবা কলেজের ভেতরে বিজেপি-তৃণমূল হাতাহাতি, পরিস্থিতি শামাল দিলেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানরা৷

শনিবার সকালে মধ্য হাওড়ার একটি বুথে ভোট দিলেন তৃণমূল প্রার্থী অরূপ রায়৷ সাধারণ মানুষের সঙ্গে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটদান করেন তিনি৷ কোভিড বিধি মেনে তাঁর হাতে হ্যান্ড গ্লাভস, স্যানিটাইজার দেওয়া হয়৷ থার্মাল স্ক্রিনিং করা হয়৷ ভোট দিয়ে বেরিয়ে অরূপ রায় বলেন, এখন পর্যন্ত হাওড়ায় শান্তিপূর্ণ ভাবে ভোট হচ্ছে৷ উত্তর হাওড়া ও বালিতে বিক্ষিপ্ত গন্ডগোল প্রসঙ্গে অরূপ রায় বলেন, গন্ডগোল হলে পুলিশ ব্যবস্থা নেবে৷

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

eleven − nine =