দেশের সবচেয়ে ধনী দল এখনও বিজেপি! উপছে পড়ছে শ্রীবৃদ্ধি! কত সম্পদ জানেন?

রাজনীতিই কি ধন বৃদ্ধির সোপান? উঠছে প্রশ্ন

 

নয়াদিল্লি: ভোট উত্তেজনায় কাঁপছে বাংলা। বেজে গেছে একুশের বিধানসভা নির্বাচনের রণডঙ্কা। শুধু পশ্চিমবঙ্গেই নয়, আগামী কয়েক মাসে আসন্ন ভারতের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচন। ভোটের আগে একের পর দলীয় প্রার্থীদের মনোনয়ন পত্র জমা পড়তেই সামনে আসছে রাজনৈতিক নেতৃত্বের সম্পত্তির খতিয়ান। কোথাও বিপুল বৈভব, আবার কোথাও রাজনীতি সক্রিয়তা সত্ত্বেও চোখে পড়ছে দারিদ্র্য। এমতাবস্থায় দেশের বিভিন্ন রাজনৈতিক দলগুলির সম্পত্তির পরিমাণ নিয়ে করা সমীক্ষা থেকে উঠে এল চাঞ্চল্যকর তথ্য।

২০১৮-১৯ সালের পরিসংখ্যান অনুযায়ী গোটা দেশের সমস্ত অস্তিত্বশীল রাজনৈতিক দলের মোট সম্পত্তির পরিমাণ শুনলে চোখ কপালে ওঠার জোগাড় হবে সাধারণ মধ্যবিত্তের। প্রায় সাড়ে সাত হাজার কোটি টাকার মালিক রাজনীতির সঙ্গে যুক্ত নেতৃবৃন্দ। দেশের মোট সাতটি জাতীয় দল এবং ৪১টি আঞ্চলিক দলের নেতাদের সম্পত্তির হিসেব অনুযায়ী এই সমীক্ষা চালানো হয়েছিল। তা থেকেই জানা গেছে, সবচেয়ে বেশি সম্পদের মালিকানা রয়েছে ভারতীয় জনতা পার্টির দখলেই। কেন্দ্রে শাসনাধীন এই দলের মোট সম্পদের পরিমাণ হল ২৯০৪.১৮ কোটি টাকা। অর্থাৎ দেশের মোট রাজনৈতিক সম্পদের প্রায় ৫৪.২৯ শতাংশ রয়েছে বিজেপির ঝুলিতে। তথ্য বলছে, দেশের ৭টি জাতীয় দলের মধ্যে সবচেয়ে ধনী রাজনৈতিক দল বিজেপি৷ ২০১৬-২০১৭ অর্থবর্ষে বিজেপি‌র ঘোষিত সম্পদের পরিমাণ ছিল ১,২১৩ কোটি ১৩ লক্ষ টাকা৷ ২০১৭-২০১৮ সালে সেই সম্পদ বেড়ে দাঁড়ায় ১,৪৮৩ কোটি ৩৫ লক্ষ টাকায়৷ ২০১৬-২০১৭ অর্থবর্ষ থেকে ২০১৭-২০১৮ অর্থবর্ষে সম্পদ বেড়েছে ২২.২৭ শতাংশ৷ ২০১৮-২০১৯ অর্থবর্ষে বিজেপির সম্পদ আরও বেড়ে দাঁড়িয়েছে ২,৯০৪ কোটি ১৮ লক্ষ টাকা৷ লোকসভা ভোটের আগেও শ্রীবৃদ্ধি হয়েছে বিজেপির৷ শেষ এক বছরে বৃদ্ধির হার ৫৪.২৯ শতাংশ৷

সাতটি জাতীয় দলের মধ্যে সম্পত্তির পরিমাণের বিচারে দ্বিতীয় স্থানে বিজেপির পরেই রয়েছে জাতীয় কংগ্রেস। ২০১৪ সাল পর্যন্ত এই দল কেন্দ্র সরকারের ক্ষমতাসীন ছিল। ২০১৮-১৯ সালের  তথ্য অনুযায়ী কংগ্রেসের সম্পদের পরিমাণ ৯২৮.৮৪ কোটি টাকা, মোট সম্পদের ১৭.৩৬ শতাংশ। কংগ্রেসের পর তৃতীয় স্থানটি এক্ষেত্রে দখল করেছে বহুজন সমাজবাদী পার্টি (BSP), যার সম্পদ রয়েছে ৭৩৮ কোটি টাকা (১৩.৮০%)।

জাতীয় দলগুলি ছাড়াও মোট ৪১টি আঞ্চলিক রাজনৈতিক দলের সম্পত্তির পরিমাণ খতিয়ে দেখে সমীক্ষার রিপোর্ট পেশ করা হয়েছে। আঞ্চলিক দলগুলির মধ্যে সম্পদের পরিমাণ নজর কেড়েছে সমাজবাদী পার্টির। ৫৭২.২১ কোটি টাকা সম্পত্তি ঘোষণা করেছে এই দল, যা মোট সম্পদের প্রায় ২৮.২৮ শতাংশ। আঞ্চলিক দলগুলির তালিকায় সমাজবাদী পার্টির পরেই রয়েছে ওডিশার বিজু জনতা দল বা বিজেডি। তাঁদের সম্পদ রয়েছে অন্তত ২৩২.২৭ কোটি। এছাড়া তামিলনাড়ুর এআইএডিএমকে (AIADMK) ২০৬.৭৫ কোটি টাকার সম্পত্তি নিয়ে রয়েছে তৃতীয় স্থানে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

12 + 7 =