নিয়োগের দাবিতে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের SSC ভবন অভিযানে পুলিশি হামলা

নিয়োগের দাবিতে উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীদের SSC ভবন অভিযানে পুলিশি হামলা

কলকাতা: নিয়োগের দাবিতে আচার্য সদন অভিযানের ডাক দিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। বুধবার দুপুরে করুণাময়ী মেট্রো স্টেশন থেকে তাঁদের মিছিল বেরোতেই চাকরিপ্রার্থীদের ওপর ঝাঁপিয়ে পড়ে পুলিশ। তাঁদের বাধা দেওয়া হয়৷ এর পর টেনে হিঁচড়ে তোলা হয় প্রিজন ভ্যানে৷ 

নিয়োগ চেয়ে বুধবার দুপুরে স্কুল সার্ভিস কমিশনের সদর দফতর আচার্য সদন অভিযানের ডাক দিয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। তাঁদের অভিযোগ, দু’বার ইন্টারভিউ দেওয়া সত্ত্বেও নিয়োগ মেলেনি। আদালত তাঁদের বিষয়টি মানবিক ভাবে দেখার নির্দেশ দিয়েছে। কিন্তু, সরকার কোনও পদক্ষেপ করেনি। আদালতের নির্দেশ মেনে তাঁদের নিয়োগ দেওয়া হোক৷ এই দাবি তুলেই এদিন করুণাময়ী মেট্রো স্টেশনে জড়ো হয়েছিলেন উচ্চ প্রাথমিকের চাকরিপ্রার্থীরা। কিন্তু তাঁরা মেট্রো স্টেশন থেকে বেরোতেই বধা দেয় পুলিশ। সেখান থেকেই টেনে হিঁচড়ে তাঁদের তোলা হয় প্রিজন ভ্যানে৷ শুরু হয় দু’পক্ষের ধস্তাধস্তি৷ ধুন্ধুমার পরিস্থিতি তৈরি হয়৷ এলাকায় ব্যাপক উত্তেজনাও ছড়ায়৷ তীব্র যানজট তৈরি হয়৷ এই ঘটনাকে কেন্দ্র করে বেশ কিছুক্ষণের জন্য করুণাময়ী মোড় যুদ্ধক্ষেত্র হয়ে ওঠে৷

এদিকে, চাকরি প্রার্থীদের প্রিজন ভ্যানে তোলার পরও তাঁরা স্লোগান দিতে থাকে। তাঁদের দাবি, দ্রুত নিয়োগ দিতে হবে৷ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধেও এদিন স্লোগান তোলেন চাকরি প্রার্থীরা। তাঁদের কথায়, অপদার্থ, নির্লজ্জ কমিশনের জন্য যোগ্যতা প্রমাণ করেও আজ তাঁরা চাকরি থেকে বঞ্চিত। আর অবৈধ ভাবে চাকরি পেয়ে ছাত্রছাত্রীদের ভবিষ্যৎ নষ্ট করছেন ভুয়ো শিক্ষকরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *