‘পার্থ-সুজিত কীভাবে গ্রামে ঘুরছেন?’ পুলিশ বাধা দিতেই প্রশ্ন মিনাক্ষীর

‘পার্থ-সুজিত কীভাবে গ্রামে ঘুরছেন?’ পুলিশ বাধা দিতেই প্রশ্ন মিনাক্ষীর

dyfi leader minakshi

সন্দেশখালি: সন্দেশখালিতে মিনাক্ষী মুখোপাধ্যায়কে আটকাল পুলিশ৷ মাঝেরপাড়ায় ডিওয়াইএফআই নেত্রীর পথ আটায় রাজ্য পুলিশ। সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে, এই যুক্তিতে তাঁকে গ্রামে ঢুকতে বাঁধা দেওয়া হয়৷ এদিকে, শনিবার সকাল থেকেই সন্দেশখালির গ্রামে গ্রামে ঘুরছেন রাজ্যের দুই মন্ত্রী পার্থ ভৌমিক এবং সুজিত বসু। তাঁরা কীভাবে গ্রামে গ্রামে ঢুকে ঘুরছেন? প্রশ্ন বাম যুব নেত্রীর। পুলিশের উদ্দেশে তিনি বলেন, ‘‘আপনারা বেআইনি কাজ করছেন। আমার নামে কি কোনও অপরাধের মামলা রয়েছে? তাহলে কেন আমাকে যেতে দেবেন না?’’ অভিযোগ, মিনাক্ষী একাই গ্রামে যাবেন বলেছিলেন৷ তা সত্ত্বেও তাঁকে যেতে দেওয়া হয়নি৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 2 =