জুতোয় নিপুণ গর্ত বানিয়ে ভরা হয়েছিল স্মোক বম্ব! মুচির খোঁজে বাংলা-সহ ছয় রাজ্যে হানা দিল্লি পুলিশের

জুতোয় নিপুণ গর্ত বানিয়ে ভরা হয়েছিল স্মোক বম্ব! মুচির খোঁজে বাংলা-সহ ছয় রাজ্যে হানা দিল্লি পুলিশের

police

নয়াদিল্লি: সংসদে রং হামলার ঘটনার তদন্তে নেমে উঠে আসছে একের পর এক চাঞ্চল্যকর তথ্য৷ ওই দিন জুতোর মধ্যে স্মোক বম্ব ভরে সংসদে ঢুকেছিলেন হামলাকারীরা৷ এর জন্য জুতোর মধ্যে বিশেষ ভাব গর্ত তৈরি করা হয়েছিল৷ ওই গর্তির মধ্যেই অতি সন্তর্পণে ভরা হয়েছিল রংবোমা। গত ১৩ ডিসেম্বর নিরাপত্তারক্ষীদের চোখে ধুলো দিয়ে ওই বিশেষ ভাবে তৈরি জুতো পরে সংসদে ঢোকেন সাগর শর্মা, মনোরঞ্জন ডি। কিন্তু তাঁদের ওই জুতোগুলি কে তৈরি করে দিয়েছিলেন? সেই মুচির খুঁজ পেতে সাগরের বাড়িতে হানা দিয়েছে দিল্লি পুলিশের বিশেষ শাখা। সোমবার সকালেই লখনউ পৌঁছয় তারা।

গত বুধবার সাগর এবং মনোরঞ্জন যে জুতো পরে সংসদে ঢুকেছিলেন, সেই জুতোগুলির নীচের দিকে সোলের মধ্যে গর্ত করা হয়েছিল। সেখানে সুকৌশলে রংবোমা ভরে ফের তা বন্ধ করে দেওয়া হয়। বাইরে থেকে দেখে বোঝার উপায় ছিল না যে জুতোর সোলের ভিতরে কিছু থাকতে পারে৷ সাগররা ওই বিশেষ জুতো যে লখনউ থেকেই পেয়েছিল তা জেরায় আগেই জানতে পেরেছিল পুলিশ। সোমবার সরেজমিন তদন্ত করে দেখতে সোজা লখনউ পৌঁছয় দিল্লি পুলিশ৷ চলছে মুচির খোঁজ৷ তবে শুধু লখনউ নয়, কর্নাটক, মহারাষ্ট্র, রাজস্থান, হরিয়ানা এবং পশ্চিমবঙ্গেও পৌঁছেছে দিল্লি পুলিশের তদন্তকারী দল৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 1 =