হাই কোর্ট ধমক দিতেই তৎপর পুলিশ, শাহজাহানকে ধরতে রাতারাতি বাড়ির সামনে বসল CCTV

হাই কোর্ট ধমক দিতেই তৎপর পুলিশ, শাহজাহানকে ধরতে রাতারাতি বাড়ির সামনে বসল CCTV

cbi-searching-for-shahjahan-sheikhs-mobile

police

কলকাতা: হাই কোর্টের ধমক খেয়েই নড়ল টনক৷  নিখোঁজ তৃণমূল নেতা শাহজাহান শেখকে ধরতে তাঁর বাড়িতে বসানো হল সিসিটিভি ক্যামেরা। হাই কোর্টের নির্দেশ আসার ২৪ ঘণ্টার মধ্যেই সিসি ক্যামেরা বসানো হয় তৃণমূল নেতার বাড়িতে৷ তাঁর বাড়ির চারপাশে মোট তিনটি সিসিটিভি লাগানো হয়েছে। রেশন দুর্নীতিতে অভিযুক্ত শাহজাহানের বাড়িতে তল্লাশি চালাতে গিয়ে মার খেতে হয়েছিল ইডি-র আধিকারিকদের৷ এই ঘটনার পর থেকেই বেপাত্তা ‘সন্দেশখালির নবাব’৷ এদিকে, তদন্তে গড়িমসির জন্য হাই কোর্টের কাছে ধমক খেতে হয়েছে রাজ্য পুলিশকে৷ কার্যত  তারপরই এই তৎপরতা৷

এদিকে,  শাহজাহান অন্তরাল থেকেই এই মামলার সঙ্গে যুক্ত হওয়ার কথা জানিয়েছিলেন৷ কিন্তু তিনি মামলায় যুক্ত হলে তাঁকেও ওকালত নামায় সই করতে হবে৷ এই বিষয়টি সামনে আসার পরই মামলা থেকে অব্যাহতি চেয়ে নেন তিনি। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *