জয়নগরে তৃণমূল নেতা খুনের মূলচক্রীর সন্ধান পেল পুলিশ, প্রকাশ্যে ‘বড়ভাই’-এর পরিচয়

জয়নগরে তৃণমূল নেতা খুনের মূলচক্রীর সন্ধান পেল পুলিশ, প্রকাশ্যে ‘বড়ভাই’-এর পরিচয়

police

কলকাতা: জয়নগরের তৃণমূল নেতা সইফুদ্দিন লস্কর খুনের ঘটনায় ক্রমেই খুলছে রহস্যের জাল৷ তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, জয়নগরকাণ্ডের নেপথ্যে ছিল আনিসুর লস্কর নামে এক ব্যক্তির হাত। তাঁর বাড়ি দলুইখাকি৷ সইফুদ্দিনের পরিবারের তরফে দায়ের কতা এফআইআর-এও নাম রয়েছে আনিসুরের। পুলিশ সূত্রে আরও জানা যাচ্ছে, জয়নগরকাণ্ডে ধৃত শাহরুল শেখ সংবাদমাধ্যমে যে ‘বড়ভাই’-এর কথা উল্লেখ করেছিলেন, তাঁর নাম আলাউদ্দিন সাঁপুই। বাড়ি মন্দিরবাজার থানা এলাকার টেকপাঁজা গ্রামে৷ এলাকায় সিপিএম নেতা হিসাবেই পরিচিত আলাউদ্দিন।

তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, চালতাবেড়িয়ার বাসিন্দা মোতালেফের বাড়িতে গা ঢাকা দিয়েই তৃণমূল নেতার গতিবিধির উপর নজর রাখছিল ধৃত শাহরুল৷ এই মোচালেফ এলাকায় সিপিএম কর্মী হিসেবেই পরিচিত। খুনের সময় ব্যবহৃত বাইকটিও ছিল মসিবুর রহমান লস্করের নামে। ঘটনার পর তাঁরা সকলেই বাড়িছাড়া। প্রত্যেকের মোবাইল ফোন৷ 

তদন্তকারী পুলিশ কর্তাদের একাংশের মতে, জয়নগরকাণ্ডের পিছনে মাথা ছিল নাসির হালদারের৷ যিনি টেকপাঁজা গ্রামের বাসিন্দা। ধৃত শাহারুল শেখের বয়ানেও উঠে এসেছিল ওই নাসিরের নাম। শাহরুলের দাবি, সইফুদ্দিনকে গুলি করার নির্দেশ এসেছিল নাসিরের কাছ থেকেই।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

9 + twenty =