নদীয়া: রাস্তায় দুর্ঘটনাগ্রস্থদের দ্রুত চিকিত্সা দেওয়ার ব্যবস্থা করতে ‘পথবন্ধু’ নামে একটি বিশেষ অ্যাপ চালু করেছে রাজ্য সরকার৷ গতবছর ‘চিকিৎসক দিবসে’ এসএসকেএমে অনুষ্ঠানে এই ‘পথবন্ধু’ অ্যাপ চালু করার ঘোষণা করেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ ঢাকঢোল পিটিয়ে ‘পথবন্ধু’ অ্যাপ চালু করা হলেও পুলিশ জানে না তার কাজ৷ নদীয়ার প্রশাসিক বৈঠকে ‘পথবন্ধু’ সুবিধার বিষয়ে পুলিশের কাছ থেকে কোনও জবান না পেয়ে ক্ষোভ প্রকাশ করেন মুখ্যমন্ত্রী৷
জেলায় পথদুর্ঘনার প্রসঙ্গে মুখ্যসচিবের সঙ্গে কথা বলতে গিয়ে ‘পথবন্ধু’র বিষয়টি ওঠে৷ তখনই মুখ্যমন্ত্রী জানতে চান, পুলিশ এই বিষয়ে কিছু জানে কি না৷ জেলার পুলিশ কর্তাদের লক্ষ্য করে মুখ্যমন্ত্রী প্রশ্ন করেন, ‘‘প্রথমে পথবন্ধু ওরা জানে কি না জিজ্ঞাসা কর৷ পথবন্ধু আপনারা জানেন? নাকাশিপারার আইসিকে আছেন? আপনি পথবন্ধু স্কিম সম্বন্ধে জানেন?’’ এরপর ওই পুলিশ কর্তা জানান, তাঁর এই বিষয়ে জানা নেই৷ এরপর মুখ্যমন্ত্রী আরও এক পুলিশ কর্তার কাছে জানাতে চান৷ কালিগঞ্জের পুলিশ কর্তার কাছেও একই প্রশ্ন করেন মুখ্যমন্ত্রী৷ কিন্তু তিনিও জানান, তাঁর কিছুই জানা নেই৷ এরপর এসপিকে ধরেন মুখ্যমন্ত্রী৷
জানান তিনি কি এই জেলায় এই প্রকল্পের বিষয়ে কিছু জানাননি? মুখ্যমন্ত্রী রাজ্যপুলিশের ডিজিকে বলেন, ‘‘এটা তো ডিজির কাজ ছিল৷ তিনি কি কিছুই জানাননি?’’ পরিস্থিতি বুঝে জবাব দেন রাজ্য পুলিশের ডিজি বীরেন্দ্র৷ এরপর প্রশাসনিক মঞ্চেই পথবন্ধু’র বিষয়ে পুলিশকর্মীদের তথ্য দেয়ার চেষ্টা করেন৷ মুখ্যসচিবও পুলিশকে এই বিষয়ে তথ্য তুলে দেন৷ মুখ্যমন্ত্রী পরে নিজে পথবন্ধু সম্বন্ধে পুলিশকর্তাদের সচেতন হওয়ার বার্তা দেন৷ কিন্তু প্রশ্ন উঠছে, রাজ্য সরকারের এই প্রকল্প সম্বন্ধে কেন কিছুই জানে না পুলিশ? এই নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন বিরোধীদের একাংশ৷
কী এই পথবন্ধু অ্যাপ? রাস্তায় দুর্ঘটনাগ্রস্থদের দ্রুত চিকিত্সা দেওয়ার ব্যবস্থা করতে সাহায্য করবে এই এই অ্যাপ৷ এই ব্যবস্থার মাধ্যমে কোনও দুর্ঘটনা ঘটলে সঙ্গে সঙ্গে তা স্থানীয় থানা ও অ্যাম্বুল্যান্সক জানানো যাবে৷ সেই তথ্যের ভিত্তিতে দুর্ঘটনাগ্রস্তদের দ্রুত চিকিৎসা পরিষেবা পৌঁছে দেওয়া সম্ভব হবে৷