চিড়িয়াখানা হয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে হাঁটতে চান শোভন-বৈশাখী, অপত্তি পুলিশের!

চিড়িয়াখানা হয়ে মুখ্যমন্ত্রীর বাড়ির অদূরে হাঁটতে চান শোভন-বৈশাখী, অপত্তি পুলিশের!

কলকাতা: শোভন-বৈশাখীর রোড শোয়ের অনুমতি দিল না কলকাতা পুলিশ। সোমবার শোভন চট্টোপাধ্যায়, বৈশাখী বন্দ্যোপাধ্যায় এবং কৈলাশ বিজয়বর্গীর একসাথে রোড শো করবার কথা ছিল কলকাতায়। প্রথমবার অনুমতি না মেলায় দ্বিতীয়বার রোড শোয়ের রুট বদলেও কোনও লাভ হল না বিজেপির। 

রাজ্য রাজনীতিতে শোভন-বৈশাখী চর্চিত নাম। শোভন চট্টোপাধ্যায়ের নাম এলেই ছায়া সঙ্গীর মতো চলে আসে বৈশাখী বন্দ্যোপাধ্যায়ের নাম। এক সাথেই যোগ দিয়েছিলেন বিজেপিতে। অবশ্য মাঝখানে তাঁরা দীর্ঘদিন নিষ্ক্রিয় ছিলেন রাজনীতিতে। তেমন কোনও ঝাঁঝালো বক্তব্য বা ভিড়ে ঠাঁসা জনসভায় দেখা যায়নি তাঁদের। মাঝখানে অবশ্য তাদের তৃণমূলে ফেরারও জল্পনা তৈরি হয়েছিল। দীর্ঘ সময় পর রাজনীতির আঙিনায় হাইভোল্টেজ রোড শো দিয়ে ফিরতে চাইছিলেন তাঁরা৷ কিন্তু মিলল না পুলিশি অনুমতি।

প্রথমবার তাঁরা আলিপুর চিড়িয়াখানা থেকে শুরু করে হাজরার দিকে অর্থাৎ মুখ্যমন্ত্রীর বাড়ির পাশ দিয়ে গিয়ে বিজেপির রাজ্য সদর দফতরে রোড শো শেষ করার অনুমতি চেয়েছিলেন৷ সেই মিছিলে অনুমোদন দেয়নি পুলিশ। এরপর তাঁরা রাস্তা বদলে খিদিরপুর থেকে শুরু করে মাঝেরহাট হয়ে বিজেপির সদর দফতরে রোড শোয়ের রুট ঠিক করলে তাতেও অনুমতি দেয়নি পুলিশ। অবশ্য পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, সপ্তাহের প্রথম দিন যান চলাচল স্বাভাবিক রাখতে রোড শোয়ের অনুমতি দেওয়া হয়নি। কেননা এত বড় রোড শোতে প্রচুর বাইক, গাড়ি থাকবে বলে ধারণা পুলিশের। তাই ট্রাফিক কন্ট্রোলের জন্যই মূলত অনুমতি দেওয়া হয়নি বলে পুলিশ সূত্রে খবর। বাংলায় ভোটের আগে জমি শক্ত করতে মরিয়া বিজেপি। আসন্ন বিধানসভাকে সামনে রেখেই তারা আগামী কালের এই রোড শোয়ের পরিকল্পনা করেছিল। কিন্তু অনুমতি দিল না পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *