কলকাতা: কড়া পুলিশি নিরাপত্তা ভেঙে বিধানসভা গেটে পৌঁছে গেল এসএফআইয়ের মিছিল। ব্যারিকেড ভেঙে একেবারে বিধানসভার গেটে উঠে পড়লেন এসএফআইয়ের সমর্থকরা। একাধিক দাবি দাওয়া জানিয়েই এদিন মিছিল ডেকেছিল এসএফআই৷ শিয়ালদহ ও হাওড়া দুটি জায়গা থেকে মিছিল করার কথা থাকলেও পুলিশের ছাড়পত্র মেলেনি৷ দুই জায়গাতেই শুরু হয় ধরপাকড়৷ তাতেও রোখা গেল না৷ একেবারে গেরিলা কায়দায় বিধানসভার গেটে পৌঁছে গেল এসএফআই সমর্থকরা৷
আরও পড়ুন- বনদফতরের প্রশিক্ষিত শ্যুটার এনেও বাগে আনা গেল না ক্ষিপ্ত বানরকে, আতঙ্কে দুবরাজপুর
পুলিশের চোখে ধুলো দিয়েই বিধানসভায় পৌঁছে যান এসএফআই সমর্থক পৌঁছে যান। সেই সময় বিধানসভার গেটের সামনে গুটি কয়েক পুলিশ পাহারায় ছিলেন। সমর্থকরা বিধানসভার ভিতরে ঢোকার চেষ্টা করলে তাঁদের বাধা দেওয়ার চেষ্টা করে পুলিশ। কিন্তু নিরাপত্তা ভেঙে কয়েক জন সমর্থক বিধানসভার গেটে উঠে পড়েন। তাঁরা গেট ধরে ঝাঁকাতে শুরু করেন৷
এসএফআই সূত্রে খবর, তারা পরিস্থিতি আন্দাজ করেই গেরিলা কায়দা অবলম্বন করে। পতাকা ছাড়া হাওড়া থেকে লঞ্চ পেরিয়ে একটি দল চাঁদপাল ঘাট হয়ে হাইকোর্টের ভিতর দিয়ে বিধানসভার পশ্চিম গেটে পৌঁছে যায়। তখন ঘড়িয়ে একটা পঞ্চাশ হবে৷ এর পরেই দলের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্য গেট টপকে বিধানসভায় ঢোকার চেষ্টা করেন। এর পরেই বিধানসভার বাইরে তৈরি হয় ধুন্ধুমার পরিস্থিতি। শুরু হয় ধস্তাধস্তি৷ পরিস্থিতি সামাল দিতে হিমশিম খেতে হয় পুলিশকে৷
প্রসঙ্গত, রাজ্যের গত ছ’বছর কলেজগুলিতে ছাত্র সংসদের নির্বাচন হয়নি। একাধিক বিশ্ববিদ্যালয়ে প্রায় তিন বছর হয়ে গেল নির্বাচন হয়নি। মূলত ছাত্রভোট করানোর দাবিতেই এদিন বিধানসভার অধ্যক্ষ বিমান বন্দ্যোপাধ্যায় এবং রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসুর সঙ্গে দেখা করে স্মারকলিপি তুলে দেওয়ার সিদ্ধান্ত নেয় এসএফআই। বিধানসভা অভিযানের ডাক দেয় সিপিএমের ছাত্র সংগঠন৷
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>