minakshi
কলকাতা: পুলিশের চোখে ধুলো দিয়ে সন্দেশখালিতে পৌঁছলেও মিনাক্ষীকে আটকে দিল পুলিশ। তাঁকে এলাকা ছেড়ে তাকে চলে যেতে বলা হলে পুলিশের সঙ্গে তীব্র বচসায় জড়ান বাম যুবনেত্রী। মিনাক্ষীর বক্তব্য, ‘‘সন্দেশখালিতে ১৪৪ ধারা জারি রয়েছে৷ আমি সেখানে একা যেতে পারি। মানুষের সঙ্গে কথা বলতে তো আর কোনও বাধা নেই। কিন্তু আমদের যেতে দেওয়া হচ্ছে না। আমারা লিখিত অভিযোগ পেয়েছি। আমরা পুলিশের সঙ্গেও কথা বলতে চাই। মানুষ তাঁদের জমি ফেরত চায়। তাঁরা পুলিশের শাস্তি চায়। পুলিশ সাধারণ মানুষের কথা শোনে না। আমরা সে বিষয়ে তাঁদের সঙ্গে কথা বলতে এসেছি।’’
এদিকে, সন্দেশখালি পৌঁছেছেন পার্থ ভৌমিক, সুজিত বসুরাও। সে প্রসঙ্গে প্রশ্ন করা হলে মিনাক্ষী বলেন, ‘‘পার্থ, সুজিত তো শাহজাহানের দলের লোক। ওঁরা এখানে মানুষকে ভয় দেখাতে এসেছেন। যখন মানুষের জমি কেড়ে নেওয়া হচ্ছিল, তখন ওঁরা কোথায় ছিলেন? ‘দুয়ারে সরকার’এ বা কোথায় ছিল?’’