টাকা দিলেই মিলবে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র! সোশ্যাল মিডিয়ার প্রতারণাচক্র ফাঁদ, গ্রেফতার যুবক

টাকা দিলেই মিলবে উচ্চ মাধ্যমিকের প্রশ্নপত্র! সোশ্যাল মিডিয়ার প্রতারণাচক্র ফাঁদ, গ্রেফতার যুবক

police

কলকাতা: পরীক্ষা দিতে বসার আগেই  উচ্চমাধ্যমিকের প্রশ্নপত্র পৌঁছে যাবে পরীক্ষার্থীর হাতে! তবে তার জন্য নির্দিষ্ট কিউ আর কোড স্ক্যান করে জমা দিতে হবে মোটা অঙ্কের টাকা৷ সোশ্যাল মিডিয়ার একটি শাখা টেলিগ্রামে এমনই বার্তা গিয়েছিল বহু উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী ও তাঁদের পরিবারের কাছে। তবে প্রতারকদের পাতা ফাঁদে কেউ পান দেননি৷ বরং ফোনে তাঁদের কথোপকথনের স্ক্রিনশট-সহ অভিযোগ জানানো হয় পুলিশের কাছে৷ অভিযোগ হাতে পেয়েই তৎপর হয়ে ওঠে পুলিশ৷ তদন্তে নেমে  মূলচক্রীর হদিশ মেলে৷ জানা যায় অভিযুক্ত এক অল্প বয়সি যুবক। বান্ধবীর ব্যাঙ্ক অ্যাকাউন্টের সাহায্য নিয়ে প্রতারণাচক্র্র ফাঁদ পেতেছিল সে৷ গত ১৮ ফেব্রুয়ারি ওয়েস্ট বেঙ্গল কাউন্সিল হায়ার এডুকেশনের প্রেসিডেন্ট অধ্যাপক ড. চিরঞ্জীব ভট্টাচার্য এই বিষয়ে বিধাননগর পুলিশের সাইবার সেলে অভিযোগ জানিয়ে একটি এফআইআর করেন৷ 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

13 + 11 =