Minister Firhad Hakim
কলকাতা: একের পর এক নিয়োগ দুর্নীতির খবর জেরবার রাজ্য৷ এরই মধ্যে ঘটল আরেক কাণ্ড৷ খোদ মন্ত্রীর সই জাল করে চাকরি দিতে গিয়ে গ্রেফতার হলেন এক ব্যক্তি। তিন লক্ষ টাকার বিনিময়ে সরকারি চাকরির প্রলোভনে পা দিয়ে সর্বস্ব খোয়ালেন এক চাকরিপ্রার্থী৷ (Minister Firhad Hakim)
সম্প্রতি পুর ও নগরোন্নয়ন মন্ত্রী তথা কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিমের সই করা নিয়োগপত্র নিয়ে আলিপুর জেল মিউজিয়ামে হাজির হন এক চাকরিপ্রার্থী যুবক। কিন্তু ওই যুবকের দেওয়া নিয়োগপত্রটি দেখে সন্দেহ হয় কর্তৃপক্ষের। নিয়োগপত্রটি খতিয়ে দেখার পর সোজা ফিরহাদকে ফোন করেন আলিপুর জেল কর্তৃপক্ষ। মন্ত্রী জানান, এমন কোনও নিয়োগপত্র দেওয়াই হয়নি। সেই সঙ্গে এই বিষয়টি খতিয়ে দেখার জন্য আলিপুর থানাকে অনুরোধও জানান তিনি। তদন্তে নেমে পুলিশ জানতে পারে ওই নিয়োগপত্রটি ভুয়ো৷ চাকরিপ্রার্থী ওই যুবক জানান, তিন লক্ষ টাকার বিনিময়ে তাঁকে নিয়োগপত্রটি দিয়েছিলেন প্রভাকর নায়েক নামে এক ব্যক্তি। তিনি ভারতীয় জাদুঘরের চতুর্থ শ্রেণির কর্মী। এর পরেই গত বৃহস্পতিবার অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করে পুলিশ। চাকরি বিক্রি চক্রের সঙ্গে আরও কেউ যুক্ত রয়েছে কি না, তা তদন্ত করে দেখা হচ্ছে৷