রাজনৈতিক হিংসার জেরে নলকূপের জলে মেশানো হল বিষ, উত্তেজনা মথুরাপুরে

রাজনৈতিক হিংসার জেরে নলকূপের জলে মেশানো হল বিষ, উত্তেজনা মথুরাপুরে

মথুরাপুর:  মথুরাপুরের রানাঘাটা গ্রাম  থেকে উঠে এল মারাত্মক খবর৷ রাজনৈতিক হিংসার জেরে নলকূপের জলে বিষ মিশিয়ে দেওয়ার অভিযোগ উঠল এখানে৷ বিষাক্ত জল খেয়ে অসুস্থ হয়ে পড়েন এলাকার তিনজন বাসিন্দা৷ এই অভিযোগ সামনে আবার পরেই ক্ষোভ উগড়ে দেয় স্থানীয় মানুষ৷ প্রতিবাদে শুরু হয় রাস্তা অবরোধ৷ 

আরও পড়ুন- খুনের হুমকি দিচ্ছেন শান্তনু! বিস্ফোরক অভিযোগ প্রাক্তন তৃণমূল সাংসদের মেয়ের

আজ সকালে মথুরাপুরের রানাঘাটা গ্রামে নলকূপের জলে বিশ মেশানোর ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো চাঞ্চল্য ছড়িয়ে পড়ে৷ এবং এই নলকূপের জল খেয়েই তিনজন অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গিয়েছে৷ তাঁদের মথুরাপুর গ্রামীন হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে৷ স্থানীয় বাসিন্দাদের অভিযোগ সংযুক্ত মোর্চার কর্মী সমর্থক এবং বিজেপি’র কর্মী সমর্থকদের বাড়ি সংলগ্ন এলাকার নলকূপগুলিতে উদ্দেশ্যপ্রণোদিত ভাবেই বিষ মেশানো হয়েছে৷ তৃণমূল আশ্রীত দুষ্কৃতীরাই এই কাজ করেছে বলে অভিযোগ করা হচ্ছে৷ যদিও এই অভিযোগ অস্বীকার করেছে রাজ্যের শাসক দল৷ তবে এই ঘটনায় যথেষ্ট উত্তেজনা রয়েছে মথুরাপুরে৷ লালপুরের রাস্তা অরবোধ করে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয় বাসিন্দিরা৷ 

আরও পড়ুন- রাজনীতির ময়দান ছাড়িয়ে বিয়ে বাড়িতেও এবার ‘খেলা হবে’

স্থানীয় এক বাসিন্দা বলেন, সকালে নলকূপ থেকে জল নিতে এসেছিলাম৷ ওই জল খেয়েই আমার এক আত্মীয় হাসপাতালে ভর্তি হয়েছেন৷ ওই জল থেকে বিষাক্ত গন্ধ বেরচ্ছে৷ এই কলের উপর বহু মানুষের জীবন নির্ভর করে৷ কলের পাশে বিষের ফাইলও পাওয়া গিয়েছে৷ অপর এক বাসিন্দা বলেন, রানাঘাটা গ্রামের মোট চারটি নলকূপে বিষ মেশানো হয়েছে৷ এই ঘটনায় তৃণমূলের বিরুদ্ধেই অভিযোগ তুলেছে সংযুক্ত মোর্চা৷ এর পিছনে তৃণমূলেরই চক্রান্ত দেখছে তারা৷ যদিও অভিযোগ অস্বীকার করেছেঘাস ফুল শিবির৷ তাদের পাল্টা দাবি এই কাজ তাদের নয়৷        
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

four × three =