নয়াদিল্লি: ভারতীয় কুস্তি ফেডারেশনের সভাপতি ব্রিজভূষণ শরণ সিংহের দিল্লির বাড়িতে পুলিশি হানা। সোমবার তাঁর বাড়িতে অভিযান চালায় দিল্লি পুলিশ। সেই সময় বাড়িতে ছিলেন না বিজেপি সাংসদ তথা কুস্তি ফেডারেশনের কর্তা ব্রিজভূষণ। তাঁর বাংলোর কর্মচারী এবং নিরাপত্তা আধিকারিকদের সঙ্গে কথা বলে পুলিশ। তাদের মোবাইল ফোনও বাজেয়াপ্ত করে তারা।
সোমবার ব্রিজ ভূষণের বাড়িতে পুলিশ হানা দিলেও খবরটি প্রকাশ্যে আসে আজ, মঙ্গলবার৷ ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা যৌন হেনস্থার অভিযোগের তদন্তে নেমে এখনও পর্যন্ত ১৩৭ জনের বয়ান নথিভুক্ত করেছে পুলিশ। জানা গিয়েছে, দু’জন আন্তর্জাতিক কোচ এবং দু’জন প্রাক্তন খেলোয়াড় ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগের সপক্ষে তাঁদের বয়ান দিয়েছেন।
তবে এরই মধ্যে স্বস্তিতে ব্রিজভূষণ৷ তাঁর বিরুদ্ধে যৌন হেনস্থার মোট সাতটি অভিযোগ দায়ের করা হয়েছিল৷ তার মধ্যে একটি প্রত্যাহার করে নেওয়া হয়েছে। এক নাবালিকা কুস্তিগিরের হয়ে তার বাবা থানায় গিয়ে এফআইআর দায়ের করে এসেছিলেন। তিনি তাঁর অভিযোগ প্রত্যাহার করে নিয়েছেন বলেই খবর। তবে আন্দোলনের মাঝে কেন তিনি এই সিদ্ধান্ত নিলেন, তা স্পষ্ট নয়। তাঁর অভিযোগের ভিত্তিতেই ব্রিজভূষণের বিরুদ্ধে পকসো আইন অর্থাৎ শিশুদের উপর যৌন নির্যাতন প্রতিরোধ আইনে মামলা দায়ের হয়েছিল।
এদিকে, আন্দোলনরত কুস্তিগিররাও সোমবার থেকে ফের কাজে যোগ দিয়েছেন। তাতেও খানিকটা স্তস্তিতে ব্রিজভূষণ৷ শনিবার গভীর রাতে স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেন আন্দোলনরত কুস্তিগিররা৷ এর পরেই এই নাটকীয় পালাবদল৷ সূত্রের খবর, শাহ কুস্তিগিরদের আশ্বস্ত করেছেন যে, ব্রিজভূষণের বিরুদ্ধে ওঠা অভিযোগ নিয়ে দ্রুত চার্জশিট জমা দেবে পুলিশ।
” style=”border: 0px; overflow: hidden”” title=”YouTube video player” width=”560″>