পরীক্ষা ছাড়াই নিয়োগ! শূন্যপদ পূরণের বিজ্ঞপ্তি জারি করল PNB

১১১ শূন্যপদে পিওন নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক

নয়াদিল্লি: দেশজুড়ে ব্যাঙ্কসহ একাধিক রাষ্ট্রায়ত্ত সংস্থার বেসরকারিকরণের কথা বলছে কেন্দ্র সরকার। এমনকি ২০২১-২২ অর্থবর্ষের জন্য যে বাজেট পেশ করেছেন অর্থমন্ত্রী,তাতেও রয়েছে সেই ইঙ্গিত। কিন্তু সরকারি প্রতিষ্ঠান বেসরকারি হাতে চলে যাবে কিনা সেই জল্পনার মাঝেই চলছে ব্যাঙ্কের দৈনন্দিন কাজও। তার সূত্রেই এবার এক গুচ্ছ নতুন নিয়োগের কথা ঘোষণা করল পাঞ্জাব ন্যাশানাল ব্যাঙ্ক (PNB)।

বিভিন্ন শাখায় পিওনের পদে প্রচুর নিয়োগ করা হচ্ছে পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কে, এমনটাই জানা গেছে সূত্রের খবরে। এদিন ব্যাঙ্ক কর্তৃপক্ষ তাঁদের অফিসিয়াল ওয়েবসাইটে এক বিজ্ঞপ্তি জারি করে এই নিয়োগের সংবাদ জানিয়েছেন। সেই সঙ্গে প্রকাশিত হয়েছে নিয়োগ প্রক্রিয়ার খুঁটিনাটিও। জানা গেছে, মোট ১১১টি শূন্যপদে নিয়োগ করবে পিএনবি।pnbindia.in ওয়েবসাইটে এই নিয়োগ সংক্রান্ত নোটিশ জারি করা হয়েছে।

বিজ্ঞপ্তি অনুযায়ী, পাঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের পূর্ব ও পশ্চিম বেঙ্গালুরু সার্কেলে যথাক্রমে ২৫ জন এবং ১৮ জন পিওন নিযুক্ত হবেন। এছাড়া, দক্ষিণ চেন্নাইতে ২০, সু্রাটে ১০, বালাসোরে ১৯ এবং হরিয়ানায় নিযুক্ত হবেন ১৯ জন পিওন। প্রতি সার্কেলে আবেদন করার জন্য রয়েছে ভিন্ন ভিন্ন সময়সীমা। কোথাও ২২ ফেব্রুয়ারি কোথাও ২৭ ফেব্রুয়ারি কোথাও আবার ৪ মার্চ পর্যন্ত জমা দেওয়া যাবে আবেদন পত্র। এই আবেদনের জন্য প্রার্থীদের কোনোরকম টাকা ব্যয় করতে হবে না বলেই জানিয়েছে ব্যাঙ্ক কর্তৃপক্ষ। তবে প্রার্থীদের ওই নির্দিষ্ট রাজ্যের নির্দিষ্ট জেলার বাসিন্দাই হতে হবে, জানিয়েছে পিএনবি।

নোটিশে বলা হয়েছে, নিকটবর্তী যে কোনো পিএনবি শাখাতেই এই আবেদনের ফর্ম পাওয়া যাবে। কেউ চাইলে অনলাইনেও তা ডাউনলোড করে নিতে পারেন ডিভিশনাল অফিসে গিয়ে ফর্ম জমা করতে হবে সকলকে। ১৮ থেকে ২৪ বছর বয়সীরাই একমাত্র এই সমস্ত পদে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবেন। উল্লেখ্য চাকরি পাওয়ার জন্য কোনো পরীক্ষা দেওয়ার প্রয়োজন হবে না। দশম দ্বাদশের মার্কশিট দেখেই হবে নিয়োগ। বিজ্ঞপ্তিতে আরো জানানো হয়েছে, পিএনবির নবনিযুক্ত পিওনদের বেতন হবে ১৪৫০০ টাকা থেকে ২৮১৪৫ টাকা পর্যন্ত। আবেদনকারীদের ইংরেজি ভাষায় সাধারণ ধারণা থাকা বাঞ্ছনীয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

six − six =