নয়াদিল্লি: করোনা কাটায় বিদ্ধ গোটা বিশ্ব৷ হু হু করে বাড়ছে আক্রান্তের সংখ্যা৷ এই পরিস্থিতিতে করোনা মোকাবিলায় সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে জরুরি ভিত্তিতে একটি তহবিল গঠনের প্রস্তাব করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷ তাঁর আহ্বানে সাড়া দিয়ে সার্ক ফান্ডে বড় অঙ্কের টাকা জমা দিল নেপাল ও ভুটান৷ শুক্রবার ট্যুইট করে এই দুই দেশের প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানালেন নমো৷
গত ১৫ মার্চ ভিডিও কনফারেন্সের মাধ্যমে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলির নেতাদের সঙ্গে বৈঠক করেন নরেন্দ্র মোদী৷ ওই বৈঠকেই কোভিদ করোনা মোকাবিলায় জরুরি ভিত্তিতে একটি ফান্ড তৈরি করার কথা বলেছিলেন তিনি। পাশাপাশি নমো জানান, এই ফান্ডে ১ কোটি মার্কিন ডলার দিতে প্রস্তুত ভারত।
এরপরই সার্ক ফান্ডে এক লক্ষ মার্কিন ডলার জমা করে ভুটান৷ অন্যদিকে, নেপালি মুদ্রায় ১০ কোটি জামা দেন সেদশের প্রধানমন্ত্রী ওলি৷ ওই বৈঠকে করোনা সংক্রমণ রুখতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলিকে একযোগে কাজ করার আহ্বান জানিয়েছিলেন মোদী। তাঁর এই বার্তাকে স্বাগত জানান ভুটানের প্রধানমন্ত্রী লোটে শেরিং, শ্রীলঙ্কার রাষ্ট্রপতি গোতাবায়া রাজাপক্ষে, নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, মলদ্বীপের রাষ্ট্রপতি ইব্রাহিম মহম্মদ সোলিহ ও আফগান সরকার।
বিশ্বের এক পঞ্চমাংশ মানুষ সার্কভুক্ত দেশগুলিতে বসবাস করেন৷ এই দেশগুলির সামনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে করোনা ভাইরাস৷ সকলকে হাতে হাত মিলিয়েই এই সমস্যার সমাধান করার ডাক দেন ভারতের প্রধানমন্ত্রী৷